কানাইঘাট নিউজ ডেস্ক:
কিশোরগঞ্জে লক্ষ্মী রানীর সংসারে এক সময় অভাব-অনটন লেগেই থাকত। তিন বেলার মধ্যে কোনোদিন দুই বেলা, কোনোদিন এক বেলা এমনকি কোনোদিন না খেয়ে থাকতে হতো লক্ষ্মী রানীর পরিবারকে।
এক সময় হতদরিদ্র সেই লক্ষ্মী রানী ছাগল পালন করে আজ স্বাবলম্বী হয়েছেন। সমাজে তার বেড়েছে মর্যাদা। পরিচিতি পেয়েছেন একজন স্বাবলম্বী নারী হিসেবে।
ছাগল বিক্রির টাকায় স্বামীকে ব্যবসার পুঁজি দিয়েছেন, মেয়েকে ভালো পাত্রের সঙ্গে ধুমধাম করে বিয়ে দিয়েছেন, সন্তানদের লেখাপড়া করাচ্ছেন। একটু চিন্তা আর কঠোর পরিশ্রমের মাধ্যমেই আজ তিনি এ অবস্থানে এসেছেন বলে লক্ষ্মী রানী জানিয়েছেন।
তার সাফল্য দেখে এলাকার অন্যরাও ছাগল পালনে উৎসাহী হচ্ছেন।
লক্ষ্মী রানী জানান, ১৩ বছর আগে তার সংসারে অভাব ছিল নিত্যসঙ্গী। দিনমজুর স্বামীর রোজগারের টাকায় সংসার চলত না। এ সময় পরিবার-পরিজন নিয়ে তাকে খেয়ে না খেয়ে থাকতে হতো। এক পর্যায়ে তিনি পাশের বাড়িতে গৃহকর্মীর কাজ নেন।
এ সময় গৃহকর্তার একটি ছাগলের বাচ্ছাকে তিনি ভাগী হিসেবে পালন করা শুরু করেন। দুই বছরের মাথায় ওই ছাগল দুটি বাচ্ছা জন্ম দেয়। এরপর একটি ছাগলের বাচ্ছা তার ভাগে থেকে যায়।
এভাবে ধীরে ধীরে তার ভাগে ছাগলের পরিমাণ বাড়তে থাকে। এর পর লক্ষ্মী রানী ছাগল পালনের ওপর একটি প্রশিক্ষণ নিয়ে স্থানীয় একটি সংস্থা থেকে পাঁচ হাজার টাকা ক্ষুদ্রঋণ গ্রহণ করেন। সে টাকায় তিনটি ছাগল কেনেন তিনি। নিজের কেনা তিনটি ও ভাগে পাওয়া ছাগলগুলো যত্নের সঙ্গে পালন করতে থাকেন লক্ষ্মী রানী। এরপর থেকে আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি।
পরবর্তী সময়ে সঠিক চিকিৎসা এবং লালন-পালনের মাধ্যমে বর্তমানে তার ৪০টি ছাগল রয়েছে। গত বছর ২০টি ছাগল বিক্রি করে প্রায় পৌনে ২ লাখ টাকা খরচ করে মেয়ের বিয়ে দেন। ভাস্করখিলা গ্রামে সাড়ে ৪ শতাংশ জমি কিনে সেখানে বসতঘর নির্মাণ করেন। বর্তমানে দুই ছেলে আর স্বামী নিয়ে লক্ষ্মী রানী সুখেই দিন কাটাচ্ছেন।
Monday, April 27
এ সম্পর্কিত আরও খবর
শীতের সময় কলা খেলে ঠান্ডা লাগে! কতটা সত্যি? অতি পরিচিত, সহজলভ্য এবং পুষ্টিকর একটি ফল কলা। এতে ক্যালোরিও বেশি। শরীরে তাৎক্ষণিক শক্তি জোগাত
সবজি চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন শফিকুল নিজস্ব প্রতিবেদক: সবজি চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন কানাইঘাট পৌরসভার মহেশপুর গ্রামে
রেসিপি: জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার আচার খেতে ভালোবাসেন না এমন মানুষ খুব কমই আছে। আর সেটা যদি হয় জলপাইয়ের আচার; তাহলে তো আর কথা
প্রতিবন্ধী বাহার এখন ক্ষুদে বিজ্ঞানী দেলোয়ার হোসেন সেলিম/মাহবুবুর রশিদ: শারিরীক প্রতিবন্ধীরা আজ সমাজের বোঝা নয়, তারা সম্পদ হিসেবে
ধামরাইয়ে মধু চাষে সাফল্য কানাইঘাট নিউজ ডেস্ক: শুধুমাত্র সরিষা ক্ষেতে মৌমাছি চাষের ফলে ধামরাই উপজেলায় সরিষা ও মধু চাষে
লোহাগাড়ায় কোয়েল পাখির বাণিজ্যিক খামারে সাফল্য চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বাণিজ্যিকভাবে উত্পাদন হচ্ছে কোয়েল পাখি। ইনকিউবেটর মেশিনের মাধ্যম
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়