Monday, April 6

জাতীয় হকিতে ফরিদপুর চ্যাম্পিয়ন


কানাইঘাট নিউজ ডেস্ক: ৩০তম জাতীয় হকিতে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ফরিদপুর জেলা। সোমবার মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ২-১ গোলে তারা হারায় বাংলাদেশ নৌবাহিনীকে। জাতীয় হকিতে এবারই প্রথম ফাইনালো খেললো নৌবাহিনী। ২৩ মিনিটে ফরিদপুরকে এগিয়ে নেন প্রশান্ত কুমার। তবে লিড বেশী সময় ধরে রাখতে পারেনি ফরিদপুর। ক’য়েক মিনিট পরেই কৌশিকের গোলে সমতায় ফেরে নৌবাহিনী। ৪৬ মিনিটে ফরিদপুরকে এগিয়ে নেন মিমো। শেষ পর্যন্ত লিড ধরে রাখে ফরিদপুর। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন ফরিদপুরের মিমো। ১২ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হন কৌশিক। চ্যাম্পিয়ন হওয়ার কারণে ফরিদপুর দল পেয়েছে ৫০ হাজার টাকা। রানার্সআপ নৌবাহিনী পায় ৩০ হাজার টাকা। এরআগে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনী ২-১ গোলে হারায় ঢাকা জেলাকে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়