কানাইঘাট নিউজ ডেস্ক:
মানুষের প্রয়োজনীয় অঙ্গ-প্রতঙ্গের মধ্যে কিডনী একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। কিডনী নষ্ট হলে কোন চিকিৎসা ছাড়া ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যে জীবন প্রদীপ নিভে যেতে পারে। রক্তের জমে যাওয়া আবর্জনাকে পরিস্কার করাই কিনডীর কাজ। আর এ কাজ কিডনী ছাড়া অন্য কোন অঙ্গ-প্রতঙ্গ দিয়ে সম্ভব নয়। মানব দেহের মোট ২ টি কিডনী থাকে, আকৃতিতে অনেকটা সীমের বিচির মতো। পূর্ণ বয়সে প্রতিটি কিডনী ৯ থেকে ১৩ সে. মি. লম্বা, ৫ সে.মি. প্রস্থ ও ৩ সে.মি. মোটা হয়। ওজন প্রায় ১৫০ গ্রাম অর্থাৎ ২ ছটাকেরও কিছু কম। একজন প্রাপ্ত বয়স্ক মানুষের কিডনী প্রতি ২৪ ঘন্টায় ২০০ লিটার রক্ত পরিশোধিত করে।
কিডনীর কাজ
রক্তের ভিতর জমে থাকা আবর্জনাকে পরিশোধিত করা এবং তা প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের করে দেয়া।
রক্তের পিএইচ, এসিডিটি, লবন, ক্ষার ও পটাশিয়ামের মাঝে সমন্বয় সাধন করা।
রক্তচাপকে নিয়ন্ত্রণ করা।
হরমোন তৈরীতে সাহায্য করা যা রক্ত তৈরীর জন্য প্রয়োজন।
কিডনীর রোগ ও অবস্থা
মেডিকেল সংক্রান্ত
শল্য বা অপারেশন সংক্রান্ত
বাংলাদেশে ১০ বছর পূর্বে কিডনী রোগীর সংখ্যা ছিল ৮০ লক্ষ ১ কোটি আর বর্তমানে এর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে প্রায় ২ কোটি।
মেডিকেল সংক্রান্ত কিডনী রোগ (নেফ্রোলজি)
কিডনীর ছাকনী রোগ বা নেফ্রাইটিস
প্রস্রাবের প্রদাহ বা ইনফেকশন
উচ্চ রক্তচাপ ও কিডনী রোগ
ডায়াবেটিস জনিত কিডনী রোগ
আকস্মিক কিডনী রোগ
ধীরগতিতে কিডনী বিকল
ঔষধের ব্যবহারজনিত কিডনী রোগ
জন্মগত ও বংশানুক্রমিক কিডনী রোগ
গর্ভকালীন কিডনী রোগ
ব্যাকটেরিয়া বা ভাইরাস জনিত কিডনী রোগ
শল্য বা অপারেশন সংক্রান্ত রোগ (ইউরোলজি)
পাথর জনিত কিডনী রোগ
জন্মগত কিডনী বিকলাঙ্গতা
প্রস্টেট গ্লান্ডের জটিলতা
কিডনী টিউমার
স্বল্প মেয়াদী অকেজো কিডনীর কারণ
ডায়রিয়া
বেশি পরিমাণ রক্তক্ষরণ
কিডনী প্রদাহ
সেপটিসেমিয়া
হেপাটাইটিস
লক্ষণ
প্রস্রাব কমে যাবে/ বন্ধ হয়ে যাবে
শরীরে পানি আসবে
শ্বাস কষ্ট দেখা দিবে
করণীয়
লক্ষণ সমূহের চিকিৎসা এবং প্রয়োজনে ডায়ালাইসিস।
কিডনীর কার্যকারীতা যদি ৩ মাস বা ততোধিক সময় পর্যন্ত লোপ পেয়ে থাকে তবে তা ধীরে ধীরে দীর্ঘ স্থায়ী অকেজো কিডনীতে পরিণত হয়।
দীর্ঘস্থায়ী অকেজো কিডনীর কারণ
উচ্চ রক্তচাপ
ডায়াবেটিস
নেফ্রাইটিস
লক্ষণ
বমি বমি ভাব
ক্ষুধা মন্দা
প্রথম দিকের ঘন ঘন প্রস্রাব, পরবর্তীতে কমে যাওয়া (প্রস্রাবের মাত্রার পরিবর্তন)
ক্রমান্বয়ে দুর্বলতা বৃদ্ধি পাওয়া
রক্ত স্বল্পতা বা ফ্যাকাশে হয়ে যাওয়া
শ্বাস কষ্ট
শরীরে পানি আসা
উচ্চ রক্তচাপ
কারণ ছাড়াই শরীর চুলকানো
চিকিৎসা
ওজন নিয়ন্ত্রন
ধুমপান পরিহার ও নিয়মিত ব্যায়াম
নিয়ন্ত্রিত প্রোটিনযুক্ত খাবার, কম চর্বিযুক্ত খাবার, পরিমিত পানি পান করা
ডায়াবেটিস ও রক্তচাপ নিয়ন্ত্রণ
কিডনী ক্ষতি করে এমন ঔষধ না খাওয়া
রক্তে চর্বির মাত্রা নিয়ন্ত্রণ
ডায়ালাইসিস
কিডনী সংযোজন
ডায়ালাইসিস ও কিডনী সংযোজন
বর্তমান নিয়মিত ডায়ালাইসিস করে একজন রোগী ৫ থেকে ১৫ বছর এবং সফল কিডনী সংযোজনের মাধ্যমে ১০-১৫ বছর স্বাভাবিক জীবন যাপন করতে পারে।
ডায়ালাইসিস দুই প্রকার। মেশিনের সাহায্যে রক্তকে পরিশোধন করার নাম হেমোডায়ালাইসিস এবং আমাদের শরীরের পেটের অভ্যন্তরে আচ্চাদিত পর্দা দ্বারা ডায়ালাইসিসকে পেরিটোনিয়াল ডায়ালাইসিস বলে।
খবর বিভাগঃ
স্বাস্থ্য
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়