মুনশি আলিম:সময়ের সাথে পাল্লা করে সরকারের বেতনবৃদ্ধির প্রভূত উন্নতি না হলেও থেমে নেই দ্রব্যমূল্যের উর্ধ্বগতি। ফলে দিনকে দিন কঠিন হয়ে পড়ছে নগর জীবন। বাসের মালিকগণ সহসা ভাড়া বৃদ্ধি না করলেও শহুরে সিএনজি ও রিক্সাওয়ালাদের অপরিকল্পিত ভাড়ার কাছে প্রতিনিয়ত জিম্মি হয়ে পড়ছে সাধারণ নাগরিক।
সিটিকর্পোরেশনের ভাড়ার নির্দিষ্ট তালিকা থাকলেও সিলেটের কোন রিক্সা ও সিএনজিওয়ালারা তা মেনে চলছে না। তাদের দাবি, ‘বর্তমানের সাথে তাল মিলিয়ে ভাড়ার নতুন চার্ট করা উচিত’।
এদিকে সিলেটে নতুন প্যানেল মেয়র আসার পর থেকে অনেকেই ধারণা করেছিল, এবার হয়ত রিক্সা কিংবা সিএনজি ভাড়ার একটি নির্দিষ্ট তালিকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে টাঙিয়ে দেয়া হবে। তাছাড়া সিটি কর্পোরেশনের উচিত, শহরের বিভিন্ন পয়েন্টে রিক্সা ও সিএনজির ভাড়ার নির্দিষ্ট তালিকা টাঙিয়ে রাখা। একটি আদর্শ শহরের জন্য এটি একটি মৌলিক পদক্ষেপ। এ ব্যাপারে আলাপ করতে গেলে সিটি কর্পোরেশনের এক কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে বলেন, ‘রিক্সাওয়ালাদের ভোটের কারণেই এগিয়ে থাকে কাউন্সিলর ও মেয়র। তাদের অসন্তুষ্ট করে কোন আইনই মূলত কার্যকর করা হয় না’। ফলে আইন শৃঙ্খলার অবনতি দিনকে দিন অবশ্যম্ভাবি হয়ে ওঠছে।
এ ব্যাপারে প্যানেল মেয়রের সাথে আলাপ করতে গেলে কয়েকবারই তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
Friday, April 24
এ সম্পর্কিত আরও খবর
একদিনে এলো ৫৪৪৪ টন পেঁয়াজ-আলু, দাম কমার আশা ভারত-বাংলাদেশ সীমান্তে তিনদিন পর স্বাভাবিক হলো আলু ও পেঁয়াজের স্লট বুকিং। সোনামসজিদ স্থল বন্
ভারতীয় মিডিয়ার অপপ্রচারের ফল সহকারী হাইকমিশনে হামলা: প্রেস সচিব ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনাকে দেশটির মিডিয়ার অপপ্রচারের
প্রয়োজনে ভেঙে ফেলা হবে হাওরের সড়ক: ফরিদা আখতার মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, সিলেটের নদ–নদীর অবাধ পানিপ্রবাহ নিশ্চিত করে
মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর জানাযা ও দাফন সম্পন্নকানাইঘাট নিউজ ডেস্ক:জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (মুফতি মুহাম্মদ ওয়াক্কাস রহ.) এর কেন্দ্রীয় সভ
সিলেটে ৮৪ লক্ষ টাকার চোরাচালানের মালামাল জব্দসিলেট ও সুনামগঞ্জের সীমান্তে ৪৮ বিজিবির অভিযানে ৮৪ লক্ষ টাকার চোরাচালানের মালামাল জব্দ করা হয়েছে। স
সিলেটের প্রখ্যাত শায়খুল হাদিস আল্লামা মুকাদ্দাস আলী আর নেইরহমত আলী হেলালী:জীবদ্দশায় একাধারে দীর্ঘ ৬৯ বছর বুখারী শরীফের শিক্ষাদানের বিরল দৃষ্টান্ত সৃষ্টিকারী
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়