নিজস্ব প্রতিবেদক:
সিলেটের জৈন্তাপুর উপজেলার হাজারী ভাইটগ্রাম গ্রামের এক সৌদি প্রবাসীর কষ্টার্জিত নগদ অর্থ ও খরিদা জমি নিজ স্ত্রী কর্তৃক আত্মসাত এবং স্ত্রীর উশৃঙ্খল জীবন যাপনে দিশেহারা হয়ে পড়েছেন। কানাইঘাট থানায় কয়েক মাস পূর্বে প্রবাসীর ভাই এ ব্যাপারে অভিযোগ দায়ের করেও কোন প্রতিকার পাননি। থানায় দায়েরকৃত অভিযোগে জানা যায়, জৈন্তাপুর উপজেলার ভাইট গ্রামের হাজী আব্দুল মতিনের পুত্র সৌদি প্রবাসী সাইদুজ্জামান সুহেল (৩০) ২০১১ সালে কানাইঘাট উপজেলার দুর্গাপুর উত্তর গ্রামের ওয়াহাব আলীর মেয়ে সীমা আক্তার (২৫) এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিবাহের পর কিছু দিন সিমা আক্তার তার স্বামী সৌদি প্রবাসী সাইদুজ্জামান সুহেলের বাড়ী অর্থাংশ শ্বশুড়ালয়ে অবস্থান করেন। একপর্যায়ে সীমা আক্তার সে আর শ্বশুড়ালয়ে থাকবে না, স্বামীকে নিয়ে আলাদা ঘর সংসার করবে এমন ছলছাতুরীর আশ্রয় নিলে স্বামী সাইদুজ্জামান স্ত্রী সীমা আক্তারের নামে শ্বশুড় বাড়ী দুর্গাপুর উত্তর গ্রামে কয়েক লক্ষ টাকা মূল্যের ৬ শতক ভূমি দলিল মূলে খরিদ করে সেখানে পাকা ছামি ঘর তৈরি করে স্ত্রীকে নিয়ে কয়েক মাস বসবাস করে সাইদুজ্জামান। এরপর সাইদুজ্জামান সৌদি আরব তার কর্মস্থলে ফিরে গিয়েও নিয়মিত ভাবে স্ত্রী সীমা আক্তারকে প্রতি মাসে মোটা অংকের টাকা পাটাতেন। একপর্যায়ে স্বামীকে নানা ভাবে প্রভাবিত করে সীমা আক্তার কয়েক লক্ষ টাকা নানা অযুহাতে হাতিয়ে নেয়। সৌদি আরবে চলে যাবার পর থেকে স্বামী সাইদুজ্জামান তার পরিবার ও শ্বশুড়বাড়ী এলাকার লোকজনদের কাছ থেকে জানতে পারেন স্ত্রী সীমা আক্তার চরম ভাবে উশৃঙ্খল জীবন যাপন শুরু করেছে। পরকীয়া প্রেমে আসক্ত হয়ে বখাটে ছেলেদের নিয়ে নানা ফস্টিনস্টি করছে। একপর্যায়ে প্রবাসীর ভাই কামরুজ্জামান ভাবি সীমা আক্তারকে নিজ বাড়ীতে ফিরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করেন। এতে সীমা আক্তার আরো বেপরোয়া হয়ে শ্বশুড় বাড়ীর লোকজনদের লাঞ্চিত ও তাদের চোখের সামনে পর পুরুষদের নিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়ে। সীমা আক্তারের উশৃঙ্খল জীবন যাপনে অতিষ্ট হয়ে এবং প্রবাসী স্বামী সাইদুজ্জামানের জায়গা জমি ও নগদ কয়েক লক্ষ টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাতের ঘটনায় প্রবাসীর ভাই কামরুজ্জামান ১৫/১২/২০১৪ইং তারিখে ভাবি সীমা আক্তার সহ ৫ জনকে আসামী করে কানাইঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেন। কিন্তু কোন প্রতিকার তারা পাননি। বর্তমানে সীমা আক্তার সৌদি আরবে অবস্থানরত স্বামী সাইদুজ্জামানকে নানা ভাবে হুমকি ধমকি দিচ্ছে। সৌদি আরব থেকে টেলিফোনে সমূহ অভিযোগ সত্য উল্লেখ করে সাইদুজ্জামান কানাইঘাট নিউজ ডট কমকে জানিয়েছেন স্ত্রী সীমা আক্তার তার মান সম্মান সহ সবকিছু তছনছ করে দিয়েছে। প্রতারণার মাধ্যমে জায়গা জমি, নগদ কয়েক লক্ষ টাকা, আত্মসাত করে, তাকে নানা ভাবে বর্তমানে ভয়ভীতি প্রদর্শন করছে। এর প্রতিকার তিনি চান।
খবর বিভাগঃ
অপরাধ বার্তা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়