Saturday, April 25

সুনামগঞ্জে গাড়ি খাদে পড়ে নিহত ১


একে কুদরত পাশা; সুনামগঞ্জ : সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সদরপুর এলাকায় গাড়ি খাদে পড়ে কামরুল (৩০) নামে এক ব্যক্তি নিহত ও আরো দু’জন আহত হয়েছেন। শনিবার বেলা পৌনে ১১টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন জানান, মোবাইল অপারেটর এয়ারটেলের একটি মাইক্রোবাস সিলেট থেকে সুনামগঞ্জ যাচ্ছিলো। পথে বেলা পৌনে ১১টার দিকে গাড়িটি সুনামগঞ্জ-সিলেট সড়কের সদরপুর এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা তিন জন আহত হন। এতে গুরুতর আহত কামরুলকে হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়