কানাইঘাট নিউজ ডেস্ক:
নেপালে গত শনিবারের ভূমিকম্পে নিহতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মোট পাঁচ হাজার ৫৭টি মৃতদেহ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা, জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
নিহতের সংখ্যা ১০ হাজারও ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী সুশীল কৈরালা, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
৭.৯ মাত্রার ওই ভূমিকম্পে ১০ হাজার আহত মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। জীবিত উদ্ধারকৃতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।
এছাড়া প্রত্যন্ত অঞ্চলগুলোতে ধ্বংসস্তূপের ফাঁদে এখনো হাজার হাজার মানুষ আটকা পড়ে আছেন।.নেপালের উদ্ধার কার্যক্রম এখনো অব্যাহতভাবে হতে পারছে না ভূমিধসের ফলে মহাসড়কে যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায়, সব ধরনের যোগাযোগ ব্যবস্থার ভীষণ অবনতি ইত্যাদি কারণে। অনেকগুলো গ্রামের হাজার হাজার মানুষ পানি ও বিদ্যুৎ সংযোগ ছাড়াই দিন পার করছে এবং নিজেদের সংগৃহীত খাদ্য ছাড়া বাইরের কোনো সাহায্যই তারা পাচ্ছে না।
আন্তর্জাতিক ত্রাণ সহায়তার অংশ হিসেবে খাদ্য, ঔষধ-চিকিৎসক, তাঁবু, প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ইত্যাদি নিয়ে একাধিক বিমান রাজধানীতে অবতরণ করলেও সেগুলো দুর্যোগাক্রান্তদের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না ধারাবাহিক ভূমিকম্প, দুর্যোগপূর্ণ আবহাওয়া, সড়ক যোগাযোগ ও ফোনে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় এবং প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতির অভাবে।
নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, বিপুলসংখ্যক দুর্যোগাক্রান্ত মানুষের জন্য প্রয়োজনীয় ত্রাণে সরকারিভাবে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে এরই মধ্যে। এছাড়া উদ্ধারকাজের জন্য বিশেষায়িত যন্ত্রপাতিও পর্যাপ্ত নয়।
এছাড়া, নিহতদের ওপর থেকে দৃষ্টি সরিয়ে যাদের উদ্ধার করা হয়েছে, তাদের দিকেই আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলোর নজর বেশি। এর কারণ হিসেবে বলা হচ্ছে- বৃষ্টিপাতের মৌসুমে নেপালে উদ্ধারকৃতদের যথাসময়ে পুনর্বাসন করা সম্ভব না হলে মহামারী আকারে বিভিন্ন রোগ ছড়িয়ে পড়তে পারে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়