ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস তার স্বামীর পক্ষে অবিরাম প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সোমবারও তিনি নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন।
আফরোজা আব্বাস সোমবার সকাল ১০টায় মহনগরী দক্ষিণের ফকিরাপুল কাঁচাবাজার থেকে লিফলেট বিতরণের মধ্যদিয়ে গণসংযোগ শুরু করেন। এসময় নেতা, কর্মী ও সমর্থকরা মির্জা আব্বাসের পক্ষে শ্লোগান দিতে থাকেন।
এখানে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণাকালে আফরোজা আব্বাসের সাথে ছিলেন সাবেক সংসদ সদস্য শিরিন সুলতানা ও বিলকিস ইসলাম, বিএনপি নেতা আনোয়ার হোসেন, অ্যাডভোকেট রফিক সিকদার, জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ।
ফকিরপুল কাঁচাবাজার, ফকিরাপুল, আরামবাগ, দৈনিক বাংলা মোড় এলাকা, মতিঝিল, দিলকুশাসহ বেশকিছু এলাকায় গণসংযোগ করেন আফরোজা আব্বাস। এছাড়া তিনি বিকালে সবুজবাগ, বাসাবো, পূর্ব বাসাবো, পশ্চিম বাসাবো, উত্তর ও দক্ষিণ বাসাবো ও মাদারটেসহ বেশি কিছু এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন। এসময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী গোলাম হোসেনসহ অনেক নেতারা আফরোজা আব্বাসের সাথে ছিলেন।
আফরোজা আব্বাস বিভিন্ন স্থানে গণসংযোগকালে বলেন, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের পূর্বশত হচ্ছে সব প্রার্থীকে সমান সুযোগ সৃষ্টি করে দেয়া। কিন্তু এসবের কিছুই এখনও হচ্ছে না। আমরা আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অশংগ্রহণ করেছি। কিন্তু লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না করে একতরফা নির্বাচনের দিকেই যদি সরকার এগিয়ে যায়, প্রহসনের নির্বাচনের ষড়যন্ত্রে লিপ্ত হয়, তাহলে জনগণ তা মেনে নেবে না।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়