Saturday, April 25

মাশরাফি নেই টেস্ট দলে


খেলাধুলা ডেস্ক: নড়াইল এক্সপ্রেসের হাত ধরেই পাকিস্তানকে বাঘের গর্জন শুনিয়েছে বাংলাদেশ। ক্রিকেটের দুই ফরম্যাট ওয়ানডে, টি-টোয়েন্টিতেই বাংলাওয়াশে নাস্তানাবুদ পাক শিবির। ওয়ানডে, টি-টোয়েন্টির পর ২৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে টেস্ট সিরিজ। টেস্টেও কি একই ধারাবাহকিতায় বাঘের থাবা অব্যাহত থাকছে কিনা তার জন্য কয়েক দিন অপেক্ষা করতে হবে শুধু। প্রথম টেস্ট ম্যাচ আগামী ২৮ তারিখ খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আর এ ম্যাচকে ঘিরে খুলনায় বিরাজ করছে উৎসবের আমেজ। সেই সাথে নিরাপত্তার চাঁদরে মুড়ে ফেলা হয়েছে খুলনাকে। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিতই হবে মিরপুর শেরে-ই- বাংলা জাতীয় স্টেডিয়ামে। পাকিস্তানকে টেস্ট ম্যাচেও কাবু করে শূন্য হাতে দেশে ফেরত পাঠাতে ১৫ জনের দল ঘোষণা করেছে বিসিবি। দলে জায়গা পেয়েছে অনেক নতুন মুখ। যার মধ্যে রয়েছে সুভাগত হোম চৌধুরী, জুবায়ের হোসেন,লিটন কুমার দাস। কিন্তু টেস্ট দলে নেই ওয়ানডে অধিনায়ক মাশরাফি, তাসকিন আহমেদ, নাসির হোসেন, সাব্বির রহমান, আরাফাত সানি। বাংলাদেশ টেস্ট স্কোয়াড: তামিম ইকবাল(সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, মমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম(অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, সুভাগত হোম চৌধুরী, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন, রুবেল হোসেন, শাহাদাৎ হোসেন ও লিটন কুমার দাস।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়