কানাইঘাট নিউজ ডেস্ক:
বয়স মাত্র চার বছর। দেখতে বেশ গোলগাল। গায়ের রংও উজ্জ্বল। এ বয়সেই ছবি একেঁ তাক লাগানো ব্যাপারটি বেশ কষ্টকর। হ্যাঁ, মনে করার প্রয়োজন নেই যে এটি কোনো মানুষের কথা বলছি। আসলে এটি একটি ছাগল! হ্যাঁ সত্যিই ছাগল। তবে আসল ঘটনাটি কী জেনে নেওয়া যাক।
ছবি আঁকছে চার বছরের ছাগল! আমেরিকার নিউ মেক্সিকোর আলবুকার্ক বোটানিক গার্ডেনের বাসিন্দা বোডি নামে ছাগশিশুকে গত কয়েক মাস ধরে যত্ন নিয়ে আঁকা শিখিয়েছেন সেখানকার সদস্য ক্রিস্টিন রাইট। রং-তুলির ব্যবহার বেশ ভালই শিখেছে বোডি। তার আঁকা ছবি নিউ মেক্সিকোর বায়োপার্ক সোসাইটিতে বিক্রির জন্য রাখা হয়েছে। এক একটি ছবি বিক্রি হয়েছে ৪০ মার্কিন ডলারে।
বোডির এই বিস্ময়কর প্রতিভার জন্য তাকে ডাকা ভিনসেন্ট ভ্যান গখের অনুকরণে ডাকা হচ্ছে ‘ভিনসেন্ট ভ্যান গোট’ নামে।
কেআরকিউকে-১৩ এক প্রতিবেদনে জানিয়েছে, মুখে রঙের তুলি তুলে গত সপ্তাহের শেষে রিও গ্র্যান্ড হেরিটেজ ফার্মে নিজের শিল্পীসত্তার পরিচয় দিয়েছে বোডি।
আলবুকার্ক জু-র ম্যানেজার লিন টুপা তো উচ্ছ্বসিত বোডিকে নিয়ে। তাঁর প্রতিক্রিয়া, একটা ছাগল মুখে তুলি, ব্রাশ নিয়ে ছবি আঁকছে এবং সেই ছবিতে তার প্রতিভার বিচ্ছুরণ ঘটছে-এ সত্যিই অভূতপূর্ব।
বোডির ছবি আঁকা দেখতে হাজির হওয়া কৌতূহলী জনতার ভিড়ে ছিলেন লিন্ড সে। তিনি বলেন, বোডি একটা ভেড়ার ছবি আঁকতে পারলে কয়েক হাজার ডলার আয় করা যাবে।
Tuesday, April 21
এ সম্পর্কিত আরও খবর
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) আজ (১২ রবিউল আউয়াল) পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.)। প্রায় দেড় হাজার বছর আগে এই দিনে মানব জাতির জ
রেসিপি: আলু ও শিম দিয়ে কাতলা মাছের ঝোল শীতের একটি জনপ্রিয় খাবার হলো শিম আলু দিয়ে মাছের ঝোল। যে কোনো মাছ দিয়েই এটি রান্না করলে খেত
জুমার আদব রক্ষাকারীর যে ১০ দিনের গুনাহ মাফ হয় জুমার দিন; তথা শুক্রবারের দিন জোহরের নামাজের পরিবর্তে জুমার নামাজকে ফরজ করা হয়েছে। যা আমাদের
কঠিন বিপদে যে দোয়া পড়েছিলেন ইব্রাহিম (আ.) ও মুহাম্মাদ (সা.) ইসলামের শিক্ষা হলো, ভালো ও খারাপ সব অবস্থায় মহান রাব্বুল আলামিন আল্লাহর ওপর ভরসা করতে হব
ছুটির দিনে পাতে রাখুন ইলিশের ডিম ভুনা, রইলো রেসিপি বাঙালির প্রিয় মাছ ইলিশের স্বাদে দুনিয়ার সবাই মুগ্ধ! বিশেষ করে ডিমওয়ালা ইলিশ মাছ খাওয়ার প্রতি
বিজয়া দশমীর স্পেশাল রেসিপি বিজয়া দশমী বাংলাদেশের হিন্দুদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। আর বিজয়া দশমীর আয়োজনে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়