Thursday, April 30

অটোরিক্সা চালক ফয়সল আহমদের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উত্তর বাজার সিএনজি স্ট্যান্ডে গত ১৫ এপ্রিল সন্ত্রাসী হামলায় নিহত অটোরিক্সা চালক স্থানীয় শ্রমিকলীগ নেতা ফয়সল আহমদের আসামীদের দ্রুত গ্রেফতারের দাবীতে বৃহস্পতিবার বিকেল ৪টায় কানাইঘাট প্রেসক্লাবে উপজেলার ১০টি পরিবহন সংগঠনের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপজেলা যৌথ পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আজির উদ্দিনের স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন উত্তর বাজার সিএনজি স্ট্যান্ডের শ্রমিক নেতা জয়নাল আবেদীন। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে জসীম উদ্দিন উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের স্বঘোষিত উপদেষ্টা হতে চান। কিন্তু তার এই একক সিন্ধান্তটি উপজেলা পর্যায়ের বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের সাথে জড়িতরা মেনে নিতে পারেননি। এতে তিনি ক্ষিপ্ত হয়ে বিভিন্ন কোট কৌশলের আশ্রয় গ্রহণ করেন জসীম উদ্দিন। গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় অটোরিক্সা শ্রমিকদের মতামত উপেক্ষা করে জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন কার্যালয় থেকে শ্রমিকলীগের সভাপতি জসীম উদ্দিনকে প্রধান উপদেষ্টা, ফিরোজ আহমদকে সভাপতি, কয়সর আহমদকে সেক্রেটারী এবং এনাম উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কানাইঘাট উত্তর বাজার সিএনজি স্ট্যান্ড শাখার একটি কমিটি গঠন করা হয়। এতে স্থানীয় স্ট্যান্ডের অটোরিক্সা শ্রমিকগণ নবগঠিত কমিটির উপদেষ্টা জসীম উদ্দিন, সেক্রেটারী কয়সর আহমদ এবং সাংগঠনিক সম্পাদক এনাম উদ্দিনকে মেনে নিতে না পেরে জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন কর্তৃপক্ষ বরাবরে নবগঠিত কমিটিকে সংস্কারের জন্য আবেদন জানান। কিন্তু জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে কোন সিন্ধান্ত দেয়ার পূর্বেই গত ১৫ এপ্রিল সকাল সাড়ে ৯টায় অতর্কিত ভাবে শ্রমিকলীগের সভাপতি জসীম উদ্দিন তার সঙ্গীয় মাহবুব সহ অন্যান্য সন্ত্রাসীদের নিয়ে স্ট্যান্ডে কর্তব্যরত প্রধান ম্যানেজার তাজুল ইসলামের কাছ থেকে হিসাব নিকাশের নথিপত্র ও নগট টাকা ছিনিয়ে নিতে চাইলে ম্যানেজার ও উপস্থিত শ্রমিকরা বাঁধা প্রদান করেন। নগদ টাকা ও নথিপত্র ছিনিয়ে নিতে না পেরে জসীম উদ্দিন তার সঙ্গীয় মাহবুব, সেক্রেটারী কয়সর আহমদ, সাংগঠনিক সম্পাদক এনাম উদ্দিন সহ দলীয় সন্ত্রাসীরা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে নিরীহ শ্রমিকদের উপর ঝাঁপিয়ে পড়ে এলোপাতাড়ী ভাবে আঘাত করতে থাকে। এতে নিরীহ অটোরিক্সা শ্রমিক আব্দুল আহাদ, ফয়সল আহমদ, জয়নাল আবেদীন, ফয়সল উদ্দিন গুরুতর রক্তাক্ত জখম হয়। এর একপর্যায়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে রায়গড় গ্রামের আব্দুল খালিকের পুত্র অটোরিক্সা চালক নিরীহ ফয়সল আহমদ ঘটনাস্থলেই প্রাণ হারায়। কানাইঘাটের ইতিহাসে প্রকাশ্যে দিবালোকে এভাবে একজন নিরীহ শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করা একটি বিরল ঘটনা। এ ঘটনার পর শ্রমিক ফয়সল আহমদের ভাই মাসুক আহমদ বাদী হয়ে থানায় মামলা করলেও অদ্যবধি পর্যন্ত পুলিশ মূল ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতার করতে পারে নি বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। জয়নাল আবেদীন তার লিখিত বক্তব্যে আরো জানান, ঘটনার সাথে জড়িত আসামীদের দ্রুত গ্রেফতারের লক্ষ্যে শান্তিপূর্ণ ভাবে মিছিল সমাবেশ এবং সর্বশেষ গত ২৬ এপ্রিল পুলিশ সুপার বরাবরে শ্রমিক সংগঠনের পক্ষ থেকেও একটি স্মারকলিপি প্রদান করা হয়। কিন্তু দুঃখের বিষয়, অটোরিক্সা চালক ফয়সল আহমদের হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ রহস্যজনক কারণে আসামীদের গ্রেফতার করছে না। এছাড়াও উক্ত হত্যাকান্ড সংঘটিত হওয়ার পর উর্ধ্বতন কোন পুলিশ কর্মকর্তাও সরেজমিনে আসেন নি এবং আহত ও নিহতদের পরিবারবর্গকেও কোন প্রকার শান্তনা প্রদান করেননি। ফয়সল আহমদ হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আদালতে সোপর্দ করার জন্য সংবাদ সম্মেলনে উপজেলার ১০টি সংগঠনের পক্ষ থেকে আগামী ০৩ মে রোববার কানাইঘাট পৌরশহরে মানববন্ধন এবং মঙ্গলবার এক প্রতিবাদ সমাবেশের কর্মসূচী ঘোষণা করা হয়েছে। প্রতিবাদ সমাবেশ শেষে ১০টি পরিবহন সংগঠনের পরবর্তী কার্যক্রম ঘোষণা করা হবে। তিনি উক্ত প্রতিবাদ সমাবেশে কানাইঘাটের সকল শান্তিপ্রিয় জনসাধারনকে অংশগ্রহণ করার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উত্তর বাজার সিএনজি স্ট্যান্ডের সভাপতি ও উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া, উপজেলা যৌথ পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আজির উদ্দিন, শ্রমিকনেতা শামীম আহমদ, এজাদুর রহমান, ফয়সল আহমদ, তাজুল ইসলাম, ফারুক আহমদ, হাবিব উল্লাহ, মামলার বাদী নিহত অটোরিক্সা চালক ফয়সল আহমদের বড় ভাই মাসুক আহমদ সহ অর্ধশতাধিক শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়