Tuesday, April 28

ক্বাফি-রশিদেরও ভোট বর্জন


ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী আবদুল্লাহ আল ক্বাফি ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী বজলুর রশিদ ফিরোজ নির্বাচন বর্জন করেছেন। দুজনই বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জোটের সমর্থিত প্রার্থী ছিলেন। নির্বাচনে অনিয়ম ও জালভোটের অভিযোগ এনে আজ মঙ্গলবার নির্বাচন বর্জনের ঘোষণা দেন এই দুই প্রার্থী। একই অভিযোগে গণসংহতি আন্দোলন সমর্থিত প্রার্থী জোনায়েদ সাকি নির্বাচন বর্জন করেন। এর আগে ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত তিন মেয়র পদপ্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়