কানাইঘাট নিউজ ডেস্ক:
স্ট্রবেরি চাষে বদলে যাচ্ছে রাঙ্গুনিয়া উপজেলার উত্তর ঘাটচেক এলাকার মো. ফারুকের ভাগ্য। এর আগে এই যুবক কৃষিজমিতে ট্রাক্টর চালাতেন।
টেলিভিশনে স্ট্রবেরি চাষাবাদের অনুষ্ঠান দেখে উদ্বুদ্ধ হন। শখের বসে স্ট্রবেরি চাষ শুরু করলেও তিনি এখন আগের পেশা বাদ দিয়ে স্ট্রবেরি চাষে মনোযোগ দিয়েছেন।
জানা যায়, ফারুক স্থানীয় কৃষি অফিস থেকে পরামর্শ নিয়ে তিন বছর আগে ১০ হাজার টাকা দিয়ে ২০০টি স্ট্রবেরি চারা কিনে ইছামতি নদীর তীরে অল্প জমিতে চাষাবাদ শুরু করেন।
প্রথম মৌসুমে লাভের মুখ না দেখলেও ছয় মাস পর ৪০ শতক জমি বর্গা নিয়ে ২০০ চারা থেকে দুই হাজার চারা উৎপন্ন করেন। এসব চারা আবারো রোপণ করে ফলন বাড়ান।
চলতি বছরও একই কায়দায় জমি পরিবর্তন করে বাড়ির পাশে ৫০ শতক জমিতে আধুনিক পদ্ধতিতে তিন হাজার চারা রোপণ করেন। ‘পড়াশোনা বেশি করতে পারিনি। গাড়ি চালিয়ে কোনোমতে জীবন চালাতাম। স্ট্রবেরি চাষ করে পরিবারে সচ্ছলতা আসছে। আগামী বছর জমির পরিমাণ আরো বাড়াব।
তবে সহজশর্তে সুদমুক্ত ঋণ পাওয়া গেলে স্ট্রবেরি চাষে আরো সাফল্য মিলবে।’-যোগ করেন ফারুক।
তিনি জানান, প্রথমে তিনি যখন স্ট্রবেরি চাষ শুরু করেন তখন এলাকার অনেকে তাঁকে উপহাস করেছিলেন। বর্তমানে স্ট্রবেরি চাষে ফারুকের সাফল্য দেখে রাঙ্গুনিয়ার অনেকে আগ্রহী হয়েছেন।
Tuesday, April 21
এ সম্পর্কিত আরও খবর
জিয়ানগর থেকে বছরে ২৫ কোটি টাকার সুপারি রপ্তানী হয় দেশ-বিদেশে পিরোজপুর : দক্ষিনাঞ্চলে ধানের পরেই দ্বিতীয় অর্থকরী ফসল হিসাবে সুপারির স্থান। লাভজনক, অর্থকরী ফস
রেসিপি: জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার আচার খেতে ভালোবাসেন না এমন মানুষ খুব কমই আছে। আর সেটা যদি হয় জলপাইয়ের আচার; তাহলে তো আর কথা
শীতে এই ফেসপ্যাকেই হবে ত্বকের বাজিমাত শহরের হাওয়ায় শীত শীত ভাব। তার সঙ্গে হাত-পায়ের চামড়ায় টান ধরছে। খড়ি ফুটে উঠছে গায়ে। শীতকালে ত্
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) আজ (১২ রবিউল আউয়াল) পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.)। প্রায় দেড় হাজার বছর আগে এই দিনে মানব জাতির জ
বর্তমানে কোন সিমের কত গ্রাহক দেশে বর্তমানে মোবাইল গ্রাহকসংখ্যা ১৯ কোটি ৮ লাখ ৬ হাজার। বর্তমানে দেশে চারটি মোবাইল কোম্পান
জুমার দিনের যে আমলে ঈমানের নূর চমকাবে সপ্তাহজুড়ে জুমাবার মুমিনের কাছে একটি কাঙ্ক্ষিত দিন। এই দিনকে সাপ্তাহিক ঈদ বলা হয়েছে হাদিসে। সৃষ্টিজগতের
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়