![]() |
পরীক্ষা কেন্দ্রে রূপালী খাতুন (ছবি : কাঞ্চন) |
কানাইঘাট নিউজ ডেস্ক:
‘সংসারে প্রচণ্ড অভাব। নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। এক ছটাক জমি জিরাতও নেই। কোনো মতে ভ্যান চালিয়ে সংসার চালান বাবা।’ কথাগুলো বলছিলেন এবারে দাখিল পরীক্ষায় অংশ নেওয়া শারীরিক প্রতিবন্ধী মেধাবী ছাত্রী রূপালী খাতুন।
কুষ্টিয়ার মিরপুর উপজেলা সদরে অবস্থিত সুলতানপুর সিদ্দিকীয়া ফাজিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে দাখিল পরীক্ষার কৃষি শিক্ষা ব্যবহারিক পরীক্ষা দেওয়ার সময় রূপালী খাতুনের সঙ্গে কথা হয়।
রূপালী খাতুনের বাড়ি জেলার মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের চিথলিয়া গ্রাম। তার বাবার নাম নুর হোসেন শাহ এবং মায়ের নাম আছেনা খাতুন। সে স্থানীয় চিথলিয়া দাখিল মাদরাসা থেকে এ বছর দাখিল পরিক্ষা দিয়েছে।
চিথলিয়া দাখিল মাদরাসার সুপার আব্দুল মান্নান জানান, রূপালী খাতুন একজন মেধাবী ছাত্রী। এ বছর সে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছে। আশাকরি খুব ভাল রেজাল্ট করবে। সে অষ্টম শ্রেণির জেডিসি পরীক্ষায়ও ভাল রেজাল্ট করেছিল। তবে শারীরিকভাবে প্রতিবন্ধী মেয়েটি।
তিনি বলেন, ‘রূপালীদের অভাবের সংসার। দাখিল পরীক্ষার রেজাল্টের পর টাকার অভাবে হয়তো আর তার পড়াশোনা হবে না। আমরা এই ছাত্রীকে ৬ষ্ঠ শ্রেণি থেকে দাখিল পরীক্ষা পর্যন্ত লেখাপড়া ও প্রাইভেট পড়ার ব্যাপারে আর্থিক সহায়তা করেছি।’
রূপালী খাতুনের বাবা নুর হোসেন শাহ বলেন, ‘মেয়েটি পড়াশুনায় ভাল। কিন্ত ছেলে-মেয়েদের ঠিকমতো খাওয়াতে পারি না। পড়াবো কি করে? মনে হয় মেয়েটিকে আর কলেজে ভর্তি করতে পারব না। সংসারে বড্ড অভাব।’
রূপালীর মা আছেনা খাতুন জানান, ছোট বেলা থেকেই রূপালী শারীরিকভাবে প্রতিবন্ধী। কমবেশি চিকিৎসা করানো হয়েছে, তবে কোনো কাজ হয়নি।
তিনি আরো জানান, পাঁচ ছেলে-মেয়ের মধ্যে রূপালী চতুর্থ সন্তান। বড় মেয়ে রুবিনা খাতুনের বিয়ে হয়েছে। ছেলে জয়নাল আবেদিন এবং উজ্জল হোসেন বিয়ে করে পৃথক হয়ে গেছে। আর সবার ছোট ছেলে সজল আহম্মেদ স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশুনা করছে। ভাইয়েরা বোনের পড়াশুনার খোঁজ খবরও রাখে না।
রূপালী খাতুন বলে, ‘প্রতিবন্ধী বলে সবাই খুব করুণা করে। বহু কষ্ট করে পড়াশুনা করছি। সমাজসেবা অধিদপ্তর থেকে ভাতা পাই। তাই দিয়ে কোনোমতে চলছি।’
চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পিস্তল বলেন, ‘টাকার অভাবে প্রতিবন্ধী মেধাবী ছাত্রী রূপালী খাতুনের পড়াশুনা বন্ধ হবে না। সে যাতে পড়াশুনা চালিয়ে যেতে পারে সে ব্যাপারে আমরা সাধ্যমতো চেষ্টা করব।’
------রাইজিংবিডি
খবর বিভাগঃ
ফিচার
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়