Friday, April 24

সিলেট ক্রীড়া সংস্থার নবগঠিত আহ্বায়ক কমিটির বিষয়ে হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ পূর্ণাঙ্গ বেঞ্চে স্থগিত


কানাইঘাট নিউজ ডেস্ক: সিলেট জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটির বিষয়ে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন সুপ্রীম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। বৃহস্পতিবার দীর্ঘ প্রায় এক ঘন্টা শুনানীশেষে এ স্থগিতাদেশ দেয়া হয়। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চে সদস্য হিসাবে ছিলেন-বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিক। গত ১৩ এপ্রিল বিচারপতি কাজী রেজা উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ সিলেট জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটির কার্যক্রম চার মাসের জন্য স্থগিত করেন। পাশাপাশি আদালত জেলা ক্রীড়া সংস্থার স্থগিতকৃত নির্বাচন তিন মাসের মধ্যে সম্পন্ন করারও নির্দেশ দিয়েছিলেন। জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটি বাতিল করে এডহক কমিটি গঠনের বিষয়টিকে চ্যালেঞ্জ করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফেরদৌস চৌধুরী রুহেল ওই রিটটি করেছিলেন। এ আদেশের বিরুদ্ধে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব শিবনাথ রায় সুপ্রীম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আপিল করেন। শুনানীশেষে আদালত বৃহস্পতিবার হাইকোর্টের আদেশ স্থগিত করেন বলেন ক্রীড়া সচিবের আইনজীবী সুফিয়া খাতুন স্বাক্ষরিত এক আইনজীবি প্রতিবেদনে বলা হয়। জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন এটর্নী জেনারেল মাহবুবে আলম, সুব্রত চৌধুরী, শেখ মোহাম্মদ মোর্শেদ, মোহাম্মদ মাহবুব আলী এবং ব্যারিস্টার দীপা। অপরদিকে, ফেরদৌস চৌধুরী রুহেলের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, ব্যারিস্টার এম এ আমিন উদ্দিন ও এ বি এম আলতাফ হোসেন। গত ৮ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ সচিব শিবনাথ রায় স্বাক্ষরিত এক পত্রে সিলেটের জেলা প্রশাসককে সভাপতি, পুলিশ সুপারকে সহ-সভাপতি, মাহি উদ্দিন সেলিমকে সাধারণ সম্পাদক, সিরাজ উদ্দিনকে কোষাধ্যক্ষ এবং বিজিত চৌধুরী, এডভোকেট নিজাম উদ্দিন, নাজনীন হোসেনকে সদস্য করে ৭ সদস্যের এডহক কমিটি গঠন করা হয়। নবগঠিত এডহক কমিটি ১১ এপ্রিল দায়িত্বভার গ্রহণ করে। দায়িত্ব গ্রহণের একদিন পরই সিলেট জেলা ক্রীড়া সংস্থার বাতিলকৃত নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফেরদৌস চৌধুরী হাইকোর্টে এডহক কমিটি বাতিলের স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে রিটটি করেছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়