নিউজ ডেস্ক:
খুলনা জেলার দাকোপ উপজেলায় এবার তরমুজের বাম্পার ফলন হবে বলে আশা করছেন কৃষকেরা।
গতবারের তুলনায় এবার চাষও হয়েছে বেশি। এক সময় এখানকার চাষিরা মনে করতেন, মাটিতে লবণের ভাগ বেশি এ অঞ্চলে, বর্ষাকালীন আমন ধান ছাড়া অন্য ফসল ভাল হবে না। কিন্তু প্রায় ১০ বছর ধরে এই অঞ্চলে আশাতিরিক্ত রবিখন্দ সহ অন্যান্য ফসল প্রমাণ করেছে প্রকৃতি ও মাটির ধরন বুঝে কৃষি তথ্য-প্রযুক্তি ব্যবহার করে অধিক ফসল ফলানো সম্ভব।
বাজারে এখন কুয়াকাটা, বরগুনা ও পাথরঘাটা এলাকার তরমুজ পাওয়া যাচ্ছে। এই তরমুজ ফুরাতে না ফুরাতেই বাজার ভরে যাবে দাকোপ এলাকার সুস্বাদু তরমুজে।
দাকোপের বাজুয়া, দাকোপ, কৈলাশগঞ্জ, লাউডোব ও বানীশান্তা ইউনিয়নে ব্যাপক হারে তরমুজের চাষ হয়েছে। মাঠ ভরে যাচ্ছে সবুজ ফসলে।
বাজুয়ার কচা গ্রামের তরমুজ চাষি গৌরপদ হালদার, সুধাংশু কুমার, সুুকুমার ঘরামী ও গনেশ চন্দ্র ঘরামী বলেন, "এবার পাকিজা, ব্লক মাস্টার ও হান্টার জাতের তরমুজের চাষ বেশি হয়েছে। গাছে প্রচুর ফল এসেছে। রোগবালাইও কম আছে এবং প্রতিনিয়ত উপজেলা কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী গাছের পরিচর্যা করা হচ্ছে।"
তারা আশা প্রকাশ করে বলেন, "গতবারের তুলনায় ফসল ভাল হবে। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে তরমুজ বিক্রি করা যাবে।"
দাকোপের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, এবার দাকোপে ৩শ’ হেক্টর জমিতে তরমুজের চাষ হয়েছে। গতবার হয়েছিল ২৩৫ হেক্টর জমিতে। অন্যবারের তুলনায় এবার তরমুজের ফলন ভাল হবে বলেও আশা করেন তিনি।
খবর বিভাগঃ
কৃষি বার্তা
ফিচার
বিশেষ খবর
সাফল্য
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়