Tuesday, March 17

কারা স্বাধীনতার পক্ষে নতুন প্রজন্মকে তা জানতে হবে


ঢাকা: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আদর্শ মানুষ হতে হলে জানতে হবে, কারা স্বাধীনতার পক্ষে, কারা বিপক্ষে। কারা মানুষের ভালো করে, আর কারা কষ্ট দেয় তা নতুন প্রজম্মকে মনে রাখতে হবে। মঙ্গলবার সকালে শিশুদের সাথে রাজধানীর তেজগাঁওতে বটম লী হোমস্ গার্লস স্কুল প্রাঙ্গণে বিভিন্ন স্কুলের শিশুদের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের নানা ঘটনা, তার নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধ ও দেশের কথা বলেন তিনি। জাতিরজনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসে শিশুদের সাথে সময় কাটিয়েছেন তথ্যমন্ত্রী। ইনু বলেন, ‘শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। এজন্য হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা, রাষ্ট্রপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সকল কীর্তিমান বাঙালির জীবন থেকে শিক্ষা নিতে হবে।’ এসময় সমবেত শিশুরা ‘তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা’, ‘তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ, বাংলাদেশ’, ‘বালক বলো, বালিকা বলো, কেউ কারো ছোট নয়, কেউ নয় কারো বড়’, ‘ভালো হয়ে চলবো, সবাই মিলে দেশ গড়বো’ শ্লোগানে তথ্যমন্ত্রীর সাথে গলা মেলায়। শিশুতোষ টিভি অনুষ্ঠান ‘টিফিনের ফাঁকে’র ৫০০তম পর্ব উদ্বোধন উপলক্ষে এনটিভি এ শিশুমেলার আয়োজন করে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়