ঢাকা: জাতীয় পার্টিতে উপজেলা পর্যায়ে কোনো সমন্বয়কারী থাকবে না। বুধবার জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় স্বাক্ষরিত এ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় পার্টিতে উপজেলা পর্যায়ে পার্টির কোনো সমন্বয়কারী থাকবে না। এ ব্যাপারে উপজেলা কমিটি গঠনের ক্ষেত্রে এ ধরনের কোনো পদ না রাখার জন্য পার্টি চেয়ারম্যান নির্দেশ প্রদান করেছেন।
উল্লেখ্য, জাতীয় পার্টির গঠনতন্ত্রে সমন্বয়কারীর কোনো পদ নেই। তবে বিভাগীয় পর্যায়ে যারা সমন্বয়কারীর দায়িত্বে রয়েছেন তারা বহাল থাকবেন।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়