Thursday, March 19

মাশরাফি-তাসকিনের নয়া উদযাপন


ঢাকা: মাঠে সাফল্য উদযাপনের জন্য কেউ কেউ বিখ্যাত হয়ে আছেন। ব্রেট লি’র সেই মাটির দিকে হাত ছোড়ার স্টাইল আজও ভক্তদের হৃদয়ে গাঁথা। সেঞ্চুরির পর শচীন আকাশে তাকিয়ে কী খোঁজেন-তা নিয়ে রয়েছে অনেক জল্পনা কল্পনা। শোয়েব আখতারের আকাশে ডানা মেলা আজও শিহরণ জাগায়। আফ্রিদির স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকা এখনো বাদ যায় না। উদযাপনের এমন সব আজব ভঙ্গিতে এবার যুক্ত হল মাশরাফি-তাসকিনের নয়া ভঙ্গি। লাফিয়ে উঠে বুকে বুক মেলানো! বিশ্বকাপের দ্বিতীয় কোয়র্টার ফাইনালে ভারতের বিপক্ষে রাহানেকে সাকিবের ক্যাচে পরিণত করার পর তাসকিনের দিকে ছুটে আসেন মাশরাফি। দুজনে লাফিয়ে উঠে বুকে-বুকে ধাক্কা লাগান। একবার নয়, দুইবার। দ্বিতীয় বার দুজনেই ছিটকে পড়ে যান!

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়