Tuesday, March 3

সংসদে যুব সংগঠন বিল উত্থাপন


ঢাকা: নিবন্ধন সনদ ছাড়া যুব সংগঠন পরিচালনার অপরাধে ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার বিধান করে আজ মঙ্গলবার সংসদে যুব সংগঠন (নিবন্ধন এবং পরিচালনা) বিল ২০১৫ উত্থাপন করা হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বিলটি উত্থাপন করেন। বিলে উল্লিখিত বিধান কার্যকর হওয়ার পর অন্য কোনো আইনে যুব সংগঠন নিবন্ধন করা যাবে না বলে বিধানের প্রস্তাব করা হয়েছে। বিলের বিধান কার্যকর হবার পর পরবর্তী ছয় মাসের মধ্যে নির্ধারিত ফরমে নিবন্ধন কর্তৃপক্ষের নিকট হতে স্বীকৃতি পত্র নিতে হবে। বিলে যুবসংগঠনের নিবন্ধন এর প্রক্রিয়া, যুব সংগঠনের নিবন্ধনের শর্তাবলী, নিবন্ধন বাতিল, সংগঠনের বিলুপ্তি, কার্যক্রম পরিচালনা, গঠনতন্ত্র ও এর সংশোধন, নির্বাহী পরিষদ বাতিল, স্বেচ্ছা অবসায়ন, জাতীয় যুব কাউন্সিল গঠন, অপরাধ ও দণ্ডসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়েছে। বিলে জাতীয় পর্যায়ে যুব সংগঠনসমূহের উন্নয়নে পৃষ্ঠপোষকতা দান এবং কার্যক্রম সমন্বয় করার জন্য জাতীয় যুব কাউন্সিল গঠন করার বিধানের প্রস্তাব করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করে সাত দিনের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য বিলটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়