কানাইঘাট নিউজ ডেস্ক:
ভারতের কিংবদন্তীদের সঙ্গে এবং ওদের সঙ্গে এক ফ্রেমে থাকতে পেরে আমি সম্মানিত", ফেসবুকে লিখেছেন মঞ্জু ওয়ারিয়র। আর সেই ছবি প্রকাশ হতেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সোনালি জরি পাড় সাদা ধুতি পাঞ্জাবিতে অমিতাভ বচ্চনকে দেখে মুগ্ধ হয়েছে ওয়েব দুনিয়া।
অমিতাভের সঙ্গে কমার্শিয়াল অ্যাড শুট করা নিজেদের স্বপ্নপূরণ মনে করছেন অভিনেতা মঞ্জু ওয়ারিয়র ও বিক্রম প্রভু। কল্যান জুয়েলার্সের বিজ্ঞাপনের জন্য এই শুট। ফেসবুকে ছবি পোস্ট করেন অমিতাভ।
সেই ছবি শেয়ার করে মঞ্জু লিখেছেন, "বচ্চন স্যরের এই অসাধারণ পোস্টটি শেয়ার করলাম।"
বিক্রম লিখেছেন, "এই সম্মান ভাষায় প্রকাশ করা যাবে না।"
অমিতাভ, বিক্রম ও মঞ্জু ছাড়াও বিজ্ঞাপনে রয়েছেন আক্কিনেনি নাগার্জুনা, শিবরাজকুমার ও বিক্রমের বাবা প্রভু গনেশন।
দক্ষিণী তারকাদের সঙ্গে এক ফ্রেমে থাকতে পেরে উচ্ছ্বসিত অমিতাভও। তিনিও টুইট করে নিজের আনন্দ প্রকাশ করেছেন।
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়