Wednesday, March 4

কানাইঘাটে চাচাতো ভাইয়ের কুড়ালের আঘাতে নিহত জসীম উদ্দিনের খুনীরা ধরা পড়েনি



মো: মাহতাব আহমদ(সেলিম)
: কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি বাউর ভাগ নয়াগ্রামে গত শনিবার বাড়ীর সীমানার জায়গা নিয়ে বিরোধের জের ধরে আপন চাচাতো ভাইদের কুড়ালের আঘাতে নিহত জসীম উদ্দিন (২৬) এর হত্যাকারী কাউকে অদ্যবধি পর্যন্ত পুলিশ গ্রেফতার করতে পারেনি। এ ঘটনায় নিহতের ভাই তাজ উদ্দিন বাদী হয়ে কানাইঘাট থানায় চাচাতো ভাই ফরিদ আহমদ ও ময়ুর আহমদ সহ ৫জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। থানার মামলা নং-০২, তাং- ০৪/০৩/২০১৫। মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই ফারুক আহমদ জানিয়েছেন, জসিম উদ্দিনের হত্যাকারী এজাহার ভুক্ত আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। প্রসঙ্গত গত শনিবার বাউরভাগ নয়াগ্রামের সৌদি প্রবাসী ইলিয়াস আলীর পুত্র নিহত জসীম উদ্দিনের সাথে নিজ বাড়ীর সীমানার জায়গা নিয়ে প্রবাসীর বড় ভাই মৃত মোহাম্মদ আলীর পুত্র ফরিদ আহমদ ও ময়ুর আহমদ গংদের ঝগড়াঝাটি হয়। ঝগড়াঝাটির একপর্যায়ে চাচাতো ভাই ফরিদ আহমদ কুড়াল দিয়ে জসিম উদ্দিনের মাথায় আঘাত করলে সে সিওমেক হাসপাতালে ঐদিন চিকিৎসাধীন অবস্থায় ঐদিন মারা যায়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়