নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলায় চুরি ডাকাতি সহ নানা অপরাধ মূলক কর্মকান্ড বেড়ে যাওয়ায় জনমনে আতংক দেখা দিয়েছে। গত শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার দিঘীরপার ইউপির সড়কের বাজার ডেমার গ্রাম সড়কের ছোয়াবিল নামক স্থানে সড়ক ডাকাতির সময় স্থানীয় জনতা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার ৪ পেশাদার ডাকাতকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। এ ঘটনায় কানাইঘাট থানার এসআই আব্দুল কাদের বাদী হয়ে গ্রেফতারকৃত ডাকাত নবীনগর থানার নাটঘর গ্রামের মলাই মিয়ার দুই পুত্র হেলাল মিয়া (১৮), আবু বক্কর (২৩) আবু তাহেরের পুত্র তোফাজ্জল হোসেন (২০) কুড়িঘর গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র লিটন মিয়া (১৯) নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা আরো ৪/৫জন ডাকাতকে আসামী করে আজ শনিবার থানায় একটি ডাকাতি মামলায় মামলা দায়ের করেছেন। থানার মামলা নং- ১৬, তাং- ২৮-০৩-২০১৫ইং। জনতার হাতে আটককৃত ডাকাতদের কাছ থেকে লুণ্ঠিত ২১ হাজার টাকা ও দু’টি মোবাইল সেট উদ্ধার করে মালিকদের কাছে ফেরত দেওয়া হয়েছে। পুলিশ ডাকাতির কাজে ব্যবহৃত একটি রাম দা, দু’টি ধারালো স্টীলের ছোরা ও একটি চায়না স্প্রিং এর চাকু উদ্ধার করে ডাকাতদের কাছ থেকে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী কানাইঘাট নিউজকে জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে অস্ত্রধারী একদল ডাকাত ডেমার গ্রাম সড়কের ছোয়াবিল হাওর এলাকায় অবস্থান নিয়ে রাস্তা দিয়ে যাতায়াতকারী যানবাহন আটক করে পথচারীদের কাছ থেকে নগদ টাকা পয়সা ও মোবাইল ফোন লোটপাট শুরু করে। এসময় স্থানীয় লোকজনের আর্ত্মচিৎকারে এলাকার শত শত মানুষ ডাকাতদের ধরতে ঘটনাস্থলে ছুটে গেলে পালানোর সময় এ চার ডাকাতকে হাওর বেষ্টিত গ্রাম সর্দারমাটি এলাকা থেকে লোকজন আটক করতে সক্ষম হলেও তাদের সাথে থাকা অন্য ডাকাতরা হাওর এলাকা দিয়ে পালিয়ে যায়। একপর্যায়ে ডাকাতদের উপর স্থানীয় লোকজন ছড়াও হলে তাদের গ্রামের আব্দুস সালামের বাড়ীর একটি কে আটক করে রাখা হয়। একপর্যায়ে উক্ত এলাকায় ডিউটিরত কানাইঘাট থানার একদল পুলিশ জনতার কবল থেকে ডাকাতদের উদ্ধার করে কোনমতে থানায় নিয়ে আসেন। গনপিঠুনিতে ডাকাতরা আহত হলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাতদলের সদস্য। তারা তাদের সহযোগী ডাকাতদের নিয়ে কানাইঘাট ও পার্শ্ববর্তী জকিগঞ্জ থানা সহ বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসিতেছে। স্থানীয় লোকজন জানিয়েছেন, রাজনৈতিক অস্তিরতার জের ধরে সড়কের বাজার এলাকায় বিএনপি ও জামায়াত শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে বেশ কয়েকটি নাশকতা মূলক মামলা দায়ের করা হয়। মামলার কারনে এলাকায় বিরোধী জোটের শত শত নেতাকর্মী বাড়ী ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। এই সুযোগে এলাকার চিহ্নিত অপরাধী ও বহিরাগত ডাকাতরা বেপরোয়া হয়ে উঠেছে। সম্প্রতি এলাকার সাতবাঁক ইউপির লালারচক গ্রামের সৌদি প্রবাসী রফিক আহমদের বাড়ীতে দুধর্ষ ডাকাতি সংগঠিত হয়। এছাড়া ডাকাতরা সাতঘরী গ্রামের ছমর আলীর বাড়ীতে হানা দিয়ে নগদ টাকা, মোবাইল সেট ও দিঘীরপাড় গ্রামের হাফিজ ওবায়দুর রহমানের বাড়ীতে ডাকাতির চেষ্টা করে ব্যর্থ হয়। তাছাড়া কুলুরমাটি গ্রামের হাজী আব্দুস সুবহানের বাড়ীতে কয়েকদিন পূর্বে দুধর্ষ চুরি সংগঠিত হয়। মাস খানেক পূর্বে বড়চতুল ইউপির আলমাছ উদ্দিন মেম্বারের বাড়ীতে দুধর্ষ ডাকাতি হয়। লক্ষীপ্রসাদ কেউটি হাওর গ্রামের আব্দুল লতিফেরর বাড়ীতে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে বাড়ীর সদস্যদের জিম্মি করে আড়াই লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। গত মঙ্গলবার রাতে ঝিঙ্গাবাড়ী ইউপির তিনচটি গ্রামের মাষ্টার হেলাল উদ্দিনের বসত ঘরে দুর্বৃত্তরা প্রবেশ করে ঘরের সবাইকে জিম্মি করে কয়েক লক্ষ টাকার মালামাল লুঠ করার চেষ্টা করে ব্যর্থ হয়। গত বুধবার রাতে কানাইঘাট সদর ইউপির ভাটইশাইল গ্রামের হাজী হোছন মিয়ার ঘরে প্রবশ করে চোরেরা ৭ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। এধরনের ছোট কাট অনেক অপরাধ কর্মকান্ড উপজেলায় সংগঠিত হওয়ায় জনমনে উৎকন্ঠার সৃষ্টি হয়েছে। তবে কানাইঘাট থানা পুলিশ এসব ডাকাতি ও চুরির অনেক অভিযোগ ভিত্তিহীন দাবী করে অস্বীকার করে আসছে। দিঘীরপার ইউপির চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী ও সাতবাঁক ইউপি চেয়ারম্যান মাষ্টার ফয়জুল ইসলাম জানিয়েছেন তাদের এলাকায় চুরি, ডাকাতির মতো ঘটনা বেড়েই চলছে। সর্বশেষ গত শুক্রবার জনতার হাতে আটক হওয়া ডাকাতদের সাথে এলাকার চিহ্নিত অপরাধীরা জড়িত বলে জানান। এব্যাপারে থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরী কানাইঘাট নিউজকে জানান, আটককৃতরা হচ্ছে আন্তঃজেলা ডাকাত দলের দুর্ধর্ষ সদস্য। এলাকায় ডাকাতি সংঘটিত করার পাশাপাশি এরা বিভিন্ন সময় গাড়ীর চালককে হত্যা করে সিএনজি ছিনতাই সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছে। আদালতে এদের রিমান্ডের আবেদন জানানো হবে। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।
খবর বিভাগঃ
অপরাধ বার্তা
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়