Saturday, March 7

কানাইঘাটে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ


জসিম উদ্দিন : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে গ্রেপ্তারী পরোয়ানা জারি, সারাদেশে বিচার বর্হিভূত হত্যাকান্ডের প্রতিবাদে এবং নেতাকর্মীদের মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে কানাইঘাট গাছবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে গাছবাড়ী আঞ্চলিক যুবদল। শুক্রবার বাদ মাগরিব গাছবাড়ী দক্ষিণ বাজার খেয়াঘাট থেকে একটি মিছিল বের হয়ে বাজারের সড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে বাসষ্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশে করে। বানীগ্রাম ইউনিয়ন যুবদলের আহবায়ক হারুন রশিদ এর সভাপতিত্বে ও ঝিংগাবাড়ী ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্বাস উদ্দিন ও যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন এর যৌথ পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ- সভাপতি এখলাসুর রাহমান এখলাস, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক নুর ইসলাম, সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ- সভাপতি জামাল উদ্দিন, উপজেলা কৃষক দলের সহ- সভাপতি উসমান গণি, ঝিংগাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মকবুল হোসেন, সহ- সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শরিফ উদ্দিন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক বাহার উদ্দিন, যুবদল নেতা,ছাদেক আহমদ, শাহীন আহমদ, বিলাল আহমদ, আলিম উদ্দিন, মাহবুব আহমদ, কিবরিয়া হাসান, মস্তাক আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য জসিম উদ্দিন, ছাত্রদল নেতা আখতারুজ্জামান আবু,তোফায়েল আহমদ, আবুল হাসনাত সাজ্জাদ,ফখরূল ইসলাম, জিল্লুর রাহমান, আশিকুর রাহমান, বিলাল উদ্দিন, এখলাছুর রাহমান, ইকবাল আহমদ রাজু, জুবের আহমদ,আব্দুল কুদ্দুস, দেলোয়ার হোসেন, রুবেল আহমদ, রাইহান আহমদ, তারেক আহমদ, ছালিম আহমদ প্রমুখ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়