নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট বাজার ও আশপাশ এলাকায় সকল প্রকার অনৈসলামীক কার্যকলাপ বন্ধের দাবীতে কানাইঘাট বাজার আল-ইসলাহ ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এক সমাবেশ আগামী শুক্রবার বিকেল ২টায় পূর্ব বাজারে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে এ সমাবেশকে সফল করার জন্য ইতিমধ্যে আল ইসলাহ ইসলামী সমাজ কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বাজারের ব্যবসায়ী বৃন্দ, সাংবাদিক এবং উলামায়ে কেরাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে মতবিনিময় সভা করেছেন। কানাইঘাট বাজার সহ আশপাশ এলাকায় নানা ধরনের অসামাজিক কার্যকলাপ ও অপরাধ মূলক কর্মকান্ডের কারনে পাওয়ায় বিভিন্ন সময়ে অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে। এতে বাজার এলাকার শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটে। আল-ইসলামী সমাজ কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ জানিয়েছেন ১০ দফা কর্মসূচী বাস্তবায়নের লক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে দলমতের উর্ধ্বে উঠে সবাইকে উপস্থিত থাকার জন্য সংগঠনের নেতৃবৃন্দ অনুরোধ জানিয়েছেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়