হাবিবুর রহমা:
প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশে নতুন পদ্ধতি চালু হতে যাচ্ছে। কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদেরও দিতে হবে ই-হাজিরা। আর আগত অতিথিদের ই-পাস নিয়ে কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে হবে। আগামী ১৫ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে এই নতুন নিয়ম চালু হচ্ছে।
গত ১ মার্চ প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক প্রশাসন ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি সকল কর্মকর্তাকে দেয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী কার্ড পাঞ্চ করে অফিসে প্রবেশ করবেন এবং অফিস ত্যাগ করবেন।
আগামী রবিবার থেকে সকল হাজিরা খাতা ইলেকট্রনিক পদ্ধতিতে করা হবে মর্মে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ ছাড়া প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তারা এ কার্যালয়ে আগত অতিথিদের ই-পাস ব্যতীত অন্য উপায়ে কোন পাস ইস্যু করতে পারবে না।
এ বিষয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক প্রশাসন ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীরের কাছে জানতে চাইলে ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘ইলেকট্রনিক পদ্ধতিতে হাজিরা খাতা ইতোমধ্যে চালু করা হয়েছে। তবে আগামী রবিবার আনুষ্ঠানিকভাবে তা চালু হবে। ডিজিটাল বাংলাদেশের অংশ হিসেবে এটি করা হয়েছে।’
--------- ঢাকাটাইমস
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়