ঢাকা: রাজধানীর ধোলাইখালে একটি মোটরপার্টেসের মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে।শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে ছুটে যায় এবং বেশ কিছু সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়রা বলছেন, টাইমলি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে না পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যেতে পারতো।
তবে আগুন লাগার খবর পেয়ে প্রথমে স্থানীয়রা সেখানে ছুটে যায় এবং আগুন নেভানোর চেষ্টা কবে। পরে ফায়ার সার্ভিস যুক্ত হয়।এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। কেউ হতাহত হয়েছে কি না তাও জানা যায়নি।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়