Wednesday, March 25

সিটি নির্বাচনের তফসিল দেশবাসীর সঙ্গে তামাশা


ঢাকা: ‘আন্দোলনকে ভিন্ন খাতে নিতে সরকার তিন সিটি করপোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা করেছে’ এমন অভিযোগ করেছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। জোটের পক্ষ থেকে বলা হয়েছে, “৫ জানুয়ারির জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার ব্যবস্থায় আরেকটি প্রতারণামূলক নির্বাচনী নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে নির্বাচন কমিশন তথা সরকার। আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে দিয়ে যে তিনটি সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, তা গোটা দেশবাসীর ইচ্ছার সঙ্গে তামাশা ছাড়া আর কিছুই নয়।” বুধবার বিকালে ২০-দলীয় জোটের পক্ষে এক বিবৃতিতে এসব কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ। নির্বাচনে যাওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব থাকলেও বিবৃতিতে নির্বাচন প্রশ্নে জোটের নেতিবাচক মনোভাব ফুটে উঠেছে। সিটি নির্বাচন নিয়ে এই প্রথম আনুষ্ঠানিক বক্তব্য দিলো বিএনপি-জোট। এদিকে বিবৃতি দেওয়ার কিছু আগে সিটি নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ড করার দাবি নিয়ে বিএনপিপন্থি কয়েকজন বিশিষ্ট নাগরিক নির্বাচন কমিশনে গিয়েছিলেন। তারা সিইসির সঙ্গে সাক্ষাৎ করে মনোনয়ন জমা দেওয়ার সময় বাড়ানোর পাশাপাশি কয়েকটি বিষয়ে কমিশনকে অনুরোধ করেন। জোটের বিবৃতিতে নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করে বলা হয়, “সাংবিধানিক বাধ্যবাধকতা ডিঙিয়ে যে দেশে কোনো সংস্থা নির্বাচন কমিশনকে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের সময় নির্ধারণ করে দিতে পারে সে দেশের নির্বাচন কমিশন কতটুকু স্বাধীন, নিরপেক্ষ ও ক্ষমতাবান হতে পারে তা বুঝতে মহাজ্ঞানী হওয়ার প্রয়োজন নেই। নির্বাচনের তারিখ ঘোষণা করে বিএনপিসহ অন্যান্য দলকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানানো হলেও নির্বাচনে সুষ্ঠু ও শান্তিময় পরিবেশ নিশ্চিতের কোনো লক্ষণ এখনো পর্যন্ত দৃশ্যমান নয়।” বিবৃতিতে বুলু বলেন, “সব দল, নগরবাসী তথা দেশবাসীর নিকট সিটি করপোরেশন নির্বাচন গ্রহণযোগ্য করার মতো ইচ্ছা নির্বাচন কমিশনের থাকলে তড়িঘড়ি করে পুলিশ মহাপরিদর্শকের পরামর্শে এপ্রিল মাসেই নির্বাচন অনুষ্ঠানের তফসিল ঘোষণা করা হতো না।” তিনি বলেন, “নির্বাচন কমিশন ঠুঁটো জগন্নাথ বলেই আজ কোনো প্রার্থীই নির্বাচনী আচরণবিধি তোয়াক্কা করছে না। নির্বাচনী তফসিল ঘোষণার পূর্বে কোনো নাগরিক সমাজ, বুদ্ধিজীবী বা সুশীল সমাজের সঙ্গে পরামর্শ করা হয়নি। সরকারের নীল নকশা অনুযায়ী তফসিল ঘোষণা করে ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার ব্যবস্থায় আরেকটি প্রতারণামূলক নির্বাচনী নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে নির্বাচন কমিশন তথা সরকার। আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে যে তিনটি সিটি করপোরেশন নির্বাচন ঘোষণা করা হয়েছে তা গোটা দেশবাসীর ইচ্ছার সঙ্গে তামাশা ছাড়া আর কিছুই নয়।” বিবৃতিতে আবারও কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। বলা হয়, “দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি আগামীতে দেশবাসীকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে ২০ দলীয় জোট দৃঢ় সংকল্পবদ্ধ। ২০ দলীয় জোট আশা করে সরকারের শুভচেতনা ও শুভবুদ্ধির উদয় হবে।”

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়