ঢাকা: রাজধানীর গোপীবাগের আরকে মিশন রোড থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ মিন্টু আহমেদ শুভ (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্র জানায়, রবিবার সন্ধ্যা ৭টার সময় রাজধানীর ওয়ারী থানার গোপীবাগ এলাকার আরকে মিশন রোড থেকে ইয়াবা বেচার সময় শুভকে চার হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন র্যাব সদস্যরা। গ্রেপ্তার আসামি জিজ্ঞাসাবাদে জানান, দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তিনি রাজধানীর জনবহুল এলাকায়, বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজ, বাস-ট্রাক শ্রমিকদের কাছে মাদকদ্রব্য বিক্রি করে আসছেন।
গ্রেপ্তারকৃত মিন্টু আহমেদ শুভর বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার কাবিলগঞ্জ গ্রামে।
র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মেজর মাকসুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়