নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে সৌদি প্রবাসী ইয়াহিয়ার উদ্যোগে ৭ লক্ষ টাকা ব্যয়ে দুইটি কার্লভার্ট সহ ১ কিলোমিটার রাস্তা পাকা করণের কাজ সমাপ্ত করা হয়েছে। গত শনিবার বেলা ২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া বীরদল-আগফৌদ নামের এ রাস্তাটির শুভ উদ্বোধন করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরী, পৌর কাউন্সিলার আব্দুর রহিম ভরসা, ইউপি সদস্য এবাদুর রহমান,গ্রামবাসীর পক্ষে বাবুল,সিরাজ,আব্দুছ সুবহান,আওলাদ হোসেন,শাহেদ,বক্কর,ইনছান আলী,জালাল আহমদ,হুসন,এহসানে এলাহী,আং লতিফ,আব্দুল্লাহ,নিসচা সদস্য মাছুম আহসদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য যে, সৌদি প্রবাসী ইয়াহিয়ার মাধ্যমে সৌদি খয়রাতি সংস্থা থেকে কানাইঘাট উপজেলা সদর সহ বিভিন্ন গ্রামে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ৩০টি মসজিদ নির্মাণ, ৫০০টি নলকূপ স্থাপন, ৩০টি হতদরিদ্র পরিবারের মধ্যে ঢেউ টিন বিতরণ সহ ৩০টি গ্যাসের চুলা সরবরাহ করা হয়েছে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়