Monday, March 2

গুলিস্তানে ককটেল বিস্ফোরণে আহত ৩


ঢাকা: রাজধানীর গুলিস্তানে জিপিওর সামনে ককটেল বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত জাকিরকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজনের নাম জানা যায়নি। তাদের একটি রাজধানীর বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত জাকির হোসেন বলেন, আমি গুলিস্তান এলাকায় হকারি করি। সোমবার সন্ধ্যা ছয়টার সময় আমরা জিপিওর সামনে দাঁড়িয়েছিলাম। ওই সময়ে সেখানে পরপর তিনটি ককটেল বিস্ফোরিত হয়। এতে আমরা তিনজন আহত হই। পরে আমি নিজেই চিকিৎসার জন্য হাসপাতালে আসি। বাকিদের খবর বলতে পারব না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন, আহত জাকিরের ডান পায়ের গোড়ালিতে ককটেলের স্প্লিন্টারে গর্তের সৃষ্টি হয়েছে। তাকে জরুরি বিভাগের অপারেশন থিয়োটারে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়