Saturday, March 21

আমিরের পরিবর্তে কে?


ঢাকা: স্ক্রিপ্ট পছন্দ হলেও অবশেষে ব্যোমকেশের খলনায়ক চরিত্রে রাজি হননি আমির খান৷ কিন্তু দিবাকরের ব্যোমকেশে খলনায়ক হিসেবে কাকে বা কাদের পাওয়া যাবে তা এখনও অন্ধকারেই রয়েছে৷ এখনও সে রহস্য ফাঁস করেননি দিবাকর৷ ব্যোমকেশ-য়ে আমির খানকে জাঁদরেল খল চরিত্রেই দিতে চেয়েছিলেন দিবাকর৷ কিন্তু ওই চরিত্রে আপত্তি তুলেছেন আমির৷ তিনি তখন 'ধুম-থ্রি' বেছে নেন, যদিও সেখানেও তিনি ভিলেনিই করেছেন৷ এছাড়া '১৯৪৭ আর্থ' সিনেমায় খল চরিত্রে অভিনয় করেছিলেন আমির। সুতরাং খল চরিত্রে অভিনয় করবেন না, আমিরের এমন যুক্তি ধোপে টিকছে না। তবে কারণ যাই হোক না কেন, ব্যাপারটা আড়ালেই ছিলো৷ সিনেমাটির দ্বিতীয় পোস্টারটি রিলিজ করার সময়েই দিবাকর জানিয়েছিলেন, যে খল চরিত্রে অভিনয়ের জন্যে আমিরকে প্রস্তাব করা হয়েছিলো৷ কিন্তু ভিলেন হিসেবে আমিরকেই ভাবলেন কেন? দিবাকর জানিয়েছেন, তিনি ছবিতে একজন সুদর্শন ভিলেন চাইছিলেন৷ সেজন্যই আমিরের কথা ভাবা হয়েছিল৷ দিবাকরের মনে হয়েছিল আমিরের মতো একজন সুদর্শন ভিলেনই ব্যোমকেশকে একটা জোরালো প্রতিযোগিতার মুখে ফেলতে পারবে৷ তাতে আকৃষ্ট হবেন দর্শক৷ প্রযোজক অর্থাৎ যশরাজ ফিল্মসের পক্ষেও আমিরের সঙ্গে যোগাযোগ করা হয়৷ আমির জানান যে তাঁর স্ক্রিপ্ট পছন্দ হয়েছে৷ কিন্তু এরপর নানা কারণে ব্যোমকেশের কাজ পিছোলো৷ আর তারই মাঝখানে যশরাজের পক্ষে অন্য একটি সিনেমায় খল চরিত্রের প্রস্তাব দেওয়া হল৷ সেই 'ধুম-থ্রি' করতেই রাজি হয়ে গেলেন আমির৷ কিন্তু তারও খানিক পরে যখন আবার ব্যোমকেশের ভিলেন হতে বলা হল, তিনি আর রাজি হলেন না৷ একটা প্রশ্ন তবু থেকেই যাচ্ছে, আমিরের বদলে শেষটায় কাকে খলনায়ক করা হল? না সেটা কিন্তু এখনও রহস্যেই মুড়ে রেখেছেন দিবাকর।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়