ঢাকা: ক্রসফায়ার বন্ধের আহ্বান জানিয়ে বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ‘ক্রসফায়ারের নামে যা হচ্ছে এটা হত্যা। এটা রাষ্ট্রীয় সন্ত্রাস। রাষ্ট্রীয় বাহিনী এভাবে মানুষ হত্যা করতে পারে না।’
রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘চলমান পরিস্থিতি ও উত্তরণে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
পেট্রলবোমা হামলার নিন্দা জানিয়ে সাবেক রাষ্ট্রপতি বলেন, ‘এ ধরনের কর্মকাণ্ড আমরা পছন্দ করি না। কারা করছে তা খুঁজে বের করতে হাইকোর্টের কমিশন গঠন করা উচিত। একইভাবে ক্রসফায়ারের ব্যাপারেও কমিশন গঠন করতে হবে।’
হাইকোর্টের আদেশ অনুযায়ী সালাহ উদ্দিন আহমেদকে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সরকার হাইকোর্টের কথাও রাখবে না। এটা কোন ধরনের সরকার?’
ভোটের অধিকার ফিরে পেতে দেশবাসীকে জেগে ওঠার আহ্বান জানিয়ে বিকল্পধারা বাংলাদেশের সভাপতি বলেন, ‘আজ হোক কাল হোক জনগণকে জেগে উঠতেই হবে। ১৯৭১ সালে পাকিস্তানের অত্যাচার-নির্যাতনের বিরুদ্ধে জেগে উঠতে পারলে এখন অত্যাচারীদের বিরুদ্ধে জেগে উঠবেন না কেন? বসে থাকবেন না, জেগে উঠুন।’
সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘৫ জানুয়ারি দেশে একটি ভুয়া ও অগ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। দেশের মানুষ এ নির্বাচন মেনে নেয়নি। তারা ভোট দিতে চায়। তাদের এ অধিকার ফিরিয়ে দিতে হবে।’
সরকারের উদ্দেশ্যে করে তিনি বলেন, নিয়ম রক্ষার নির্বাচন করেছেন। এবার ওয়াদা অনুযায়ী সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করুন।
বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ।
এ সময় আরও বক্তব্য দেন- গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি শওকত মাহমুদ প্রমুখ।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়