নিজস্ব প্রতিবেদক:
জনগণের দোর গোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কী কী উদ্যোগ গ্রহণ করা দরকার তা জনমত যাচাইয়ের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি টিম মাঠ পর্যায়ে থানা পরিদর্শন করে জনগণের মতামত গ্রহণ করেছেন। রবিবার বেলা ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের (প্রকল্প ২) এর ক্যাপাসিটি ডেভেলাপমেন্ট স্পেশালিস্ট মানিক মাহমুদ, প্রকল্প এ্যাসিস্টেন্ট মো. আরিফুর রহমান, ফাইন্যান্স এক্সপার্ট নাসের মোহাম্মদ মিয়া আকর্ষিকভাবে কানাইঘাট থানা পরিদর্শন করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া এবং সিলেট উত্তর সার্কেলের সিনিয়র এএসপি মহিউদ্দিন মাহমুদ সোহেল, কানাইঘাট থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলামের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আসা উচ্চ পর্যায়ের এ টিমের সদস্যরা থানায় আগত পুলিশি সেবা নিতে আসা ভুক্তভোগীদের সাথে কথা বলার পাশাপাশি পুলিশের কাজের ধরন এবং সেবার মান প্রত্যক্ষ করেন। এছাড়া এ টিমের সদস্যরা আইনশৃঙ্খলার উন্নয়ন ও জানমালের নিরাপত্তা বিধান, মানবাধিকার সংরক্ষণে জনগণের কাছাকাছি পুলিশ প্রশাসনকে নিয়ে আসার জন্য কি কি উদ্যোগ গ্রহণ করা দরকার তা মতামত গ্রহণের জন্য উপস্থিত জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশার লোকজনদের সাথে কথা বলে তাদের মতামত নেন। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জাতিসংঘের অর্থায়নে কানাইঘাট থানায় নির্মাণাধীন প্রটেকশন এন্ট এনফোর্সমেন্ট অব উইমেন রাইটস্ (নারী সহায়তা) কেন্দ্র পরিদর্শনের পাশাপাশি থানায় কর্মরত নারী পুলিশের সাথেও কথা বলেন প্রতিনিধি টিমের সদস্যরা।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়