Thursday, March 19

প্রধানমন্ত্রীকে সালাহউদ্দিনের স্ত্রীর চিঠি


ঢাকা: ‘নিখোঁজ’ স্বামীর সন্ধান চেয়ে এবার প্রধানমন্ত্রীর দারস্থ হলেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ। চিঠি দিয়ে স্বামীর খোঁজ বের করতে শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছেন তিনি। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চার নম্বর গেটে চিঠিটি জমা দেন হাসিনা আহমেদ। চিঠিতে সালাহউদ্দিন আহমেদের স্ত্রী প্রজাতন্ত্রের একজন নাগরিক হিসেবে তার পরিবার ও সন্তানের কথা বিবেচনা করে তার স্বামীকে খুঁজে বের করতে প্রধানমন্ত্রীর ‘সদয় হস্তক্ষেপ’, ‘নির্দেশনা’ ও ‘সহায়তা’ চান। তিনি লিখেছেন, ‘আমার স্বামী কোনো ধরনের অপরাধ করে থাকলে এবং তারা বিরুদ্ধে মামলা থাকলে অবিলম্বে তাকে আদালতে সোপর্দ করে আইনি প্রত্রিয়ায় বিচার করা হোক।’ এছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছার কথাও চিঠিতে তুলে দিয়েছেন বিএনপি নেতার স্ত্রী। চিঠি দেয়ার সময় সালাহউদ্দিনের খালাতো ভাই গিয়াসউদ্দিন ও তার স্ত্রী শামীম আরা সঙ্গে ছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়