নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের কালিরবাজার এলাকায় যাত্রীবাহী একটি বাসে পেট্রলবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় বাস থেকে লাফ নিয়ে নামার পর চালক জাহাঙ্গীর আলমের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে তারা। গুরুতর অবস্থায় তাকে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর নবাব সিরাজদৌল্লাহ সড়কের কালিরবাজার এলাকায় বাসটিতে আগুন দেয়া হয়।
জাহাঙ্গীর আলম চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার হুরজাপুর এলাকার আতাউর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা ৭টার দিকে কালিরবাজার এলাকায় নারায়ণগঞ্জ-চাঁপাইনবাগঞ্জ রুটে চলাচলকারী আলট্ট্রা মডার্ন পবিরহনের একটি বাস যাত্রী নামিয়ে উকিলপাড়া এলাকায় কাউন্টারে যাচ্ছিল। কালিরবাজার মোড় ঘুরে যাওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত বাসটিকে লক্ষ্য করে পরপর কয়েকটি ককটেল নিক্ষেপ করে এবং একটি পেট্রলবোমা ছোড়ে। এসময় চালক বাস থেকে লাফিয়ে পড়লে দুর্বৃত্তরা পেট্রল ঢেলে তার শরীরে আগুন ধরিয়ে দেয়।
আশপাশের লোকজন একটি ত্রিপল এনে তাকে ঢেকে দিলে আগুন নিভে যায়। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়