নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ এলাকা থেকে ছয়টি ককটেল উদ্ধার করেছে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ।
নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঞ্জুর কাদের জানান, দুপুরে নিতাইগঞ্জ অটোরিকশা স্ট্যান্ডের দখল নিয়ে দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ছয়টি ককটেলসহ আদিল নামে এক যুবককে আটক করে।
এসব ককটেল অটোরিকশা স্ট্যান্ডের মারামারিতে ব্যবহারের জন্য আনা হয়েছিলো নাকি নাশকতায় ব্যবহারের জন্য আনা হয়েছিলো সে ব্যাপারে তদন্ত করা হচ্ছে বলে জানান ওসি।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়