Sunday, March 29

বুড়িগঙ্গার আদি চ্যানেল উদ্ধার করা হবে


ঢাকা: নদীতে বর্জ্য ফেলার অপরাধে জরিমানার পাশপাশি কারাদণ্ড দেওয়ার বিধান রেখে আইন প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান। রবিবার সচিবালয়ে নৌপরিবহণ মন্ত্রণালয়ের সভাকক্ষে নদ-নদী রক্ষা সংক্রান্ত টাস্কফোর্সের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন। শাজাহান খান বলেন, ‘যতদূর সম্ভব বুড়িগঙ্গা নদীর আদি চ্যানেল উদ্ধার করা হবে। ইতোমধ্যে অবৈধ দখলে থাকা প্রায় ৩৫ বিঘা জমি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জায়গায় সবুজ বনায়ন ও হাতিরঝিলের মতো করে সৌন্দর্যবর্ধন করারও পরিকল্পনা রয়েছে। যাতে আর কেউ দখল করতে না পারে।’ মন্ত্রী বলেন, র‌্যাবের হেডকোয়ার্টার করার জন্য এমনভাবে জায়গা বরাদ্দ দেওয়া হবে যাতে নদীর কোনো ক্ষতি না হয়। শাজাহান খান বলেন, তুরাগ ও বালু নদীর সীমানা নির্ধারণে এখনও সমস্যা আছে। এসব নদীর বিভিন্ন জায়গায় রাতের আঁধারে কেউ কেউ পিলার তুলে আরো সামনে পুঁতে রেখেছে। কেউ কেউ পিলার তুলে নিয়ে গেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বৈঠকে আরো উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সংসদ সদস্য আবু হোসেন (বাবলা), জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম সম্পাদক শরীফ জামিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়