Tuesday, March 3

কানাইঘাটে এড. রঞ্জিত সরকার


নিজস্ব প্রতিবেদক: সিলেট জেলা আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এড. রঞ্জিত সরকার বলেছেন, বর্তমান সরকারের ভিশন-২১ বাস্তবায়নে আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দেশ মাতৃকার টানে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। বিরোধী দলের চলমান নাশকতা মূলক কর্মকান্ড প্রতিহত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়ন মূলক কর্মকান্ড অব্যাহত রয়েছে তা দেশবাসীর কাছে তুলে ধরার জন্য তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। এড. রঞ্জিত সরকার গত শনিবার বিকেল ৫টায় স্থানীয় আল রিয়াদ কমিউনিটি সেন্টারে কানাইঘাট উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এড. ফখরুল ইসলাম, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য এড. আব্দুল খালিক, জেলা যুবলীগের সদস্য আব্দুল হেকিম শামীম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আজমল হোসেন, মহানগর ছাত্রলীগ নেতা কনক পাল অরুপ। বক্তব্য রাখেন, কানাইঘাট পৌর যুবলীগের আহ্বায়ক এনামুল হক, জেলা ছাত্রলীগের সাবেক বিভাগীয় উপ-সম্পাদক হামজা হেলাল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক মাসুক আহমদ, নুরুল আম্বিয়া, আবুল বাশার, জহির আহমদ ছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও কলেজ শাখার ছাত্রলীগের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়