ঢাকা: নির্দিষ্ট সময় শেষ হয়ে যাওয়ায় ফরম জমা নিচ্ছে না ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার অফিস।
আজ রবিবার বিকাল ৫টা পর্যন্ত ছিল মনোনয়ন জমা দেয়ার শেষ দিন। মেয়র, কমিশনার ও কাউন্সিলর পদে অনেকেই ফরম জমা দিয়েছেন নির্ধারিত সময়ের মধ্যেই।
তবে বিকাল ৫টার পরও অনেকে এসেছেন মনোনয়নপত্র জমা দিতে। কিন্তু জমা দেয়ার নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় রিটার্নিং কর্মকর্তার অফিস ফরম জমা নিচ্ছে না। অনেকেই কার্যালয়ের সামনে ভিড় করছেন। এদের মধ্যে বেশির ভাগই কমিশনার ও কাউন্সিলর প্রার্থী। তারা রিটার্নিং কর্মকর্তার অফিসের সামনে বিক্ষোভও করছেন।
সামিনা জামান লাইজু নামে এক কাউন্সিলর প্রার্থী ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘পরিবারের কাজ সামলিয়ে ফরম জমা দিতে এসেছি। রাস্তার যানজট ঠেলে অনেক কষ্টে এখানে এসেছি। কিন্তু দেরি হওয়ায় ফরম নিতে চাইছে না। এসব তো হতে পারে না। আমরা তো নির্ধারিত সময়ের মধ্যে এসেছি। কিন্তু সময়টা পার হয়েছে। কিন্তু তারা চাইলে তো ফরম নিতে পারে। ’
লাইজু ৮, ৯ ও ১০ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর প্রার্থী।
মল্লিকা জাহান মুক্তা নামে আরেক কাউন্সিলর বলেন, ‘এটাতো কোনো কথা হতে পারে না। আমরা অনেক কষ্ট করে এসেছি। আমাদের ফরম না নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের লোকজন ক্ষমতার অপপ্রয়োগ করছেন।’
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়