Wednesday, March 11

হেফাজত আমির হাসপাতালে


ঢাকা: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীকে চট্টগ্রাম নগরের সেন্টার ফর স্পেশালাইজড কেয়ার অ্যান্ড রিসার্চ (সিএসসিআর) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় প্রথমে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেয়া হয়। পরে তাঁকে কেবিনে স্থানান্তর করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় আল্লামা শফীকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী। হাসপাতাল সূত্রে জানা গেছে, আইসিইউতে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ইব্রাহিমের তত্ত্বাবধানে শফীর চিকিৎসা চলছে। এদিকে, চলমান পরিস্থিতি নিয়ে চট্টগ্রামের হাটহাজারীতে সংবাদ সম্মেলন করেছে হেফাজতে ইসলাম। সংবাদ সম্মেলনে উপস্থিত হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী আল্লামা শফীর জন্য দেশবাসীর কাছে দোয়া চান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়