Saturday, March 21

সেবা করার জন্য সবার সহযোগিতা চাই: নাছির


চট্টগ্রাম: চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেছেন, আমি স্কুলজীবন থেকে রাজনীতি করি। যখন আমি রাজনীতির মঞ্চে থাকি তখন আমি নেতা। কিন্তু মঞ্চ থেকে নামলেই আমি সাধারণ মানুষ। আমি সবসময় সাধারণ মানুষের কাতারে থেকেছি। সুখে-দু:খে, বিপদে-আপদে সবসময় আমি তাদের পাশে থেকেছি। ভবিষ্যতে আমি বড় কিছু হব এটা ভেবে আমি কখনও সাধারণ মানুষের পাশে যাইনি। তিনি বলেন, মানুষের সেবার করার জন্য আমি সবার সহযোগিতা চাই। আমাকে যেন মানুষের সেবার সুযোগ দেয়া হয়। মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে শনিবার সকালে চট্টগ্রামে ফেরেন আ জ ম নাছির উদ্দিন। নভো এয়ারের একটি বিমানযোগে চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে আসার সেখানে উপস্থিত নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। এরপর আ জ ম নাছির উদ্দিন নগরীর আন্দরকিল্লায় নিজ বাসায় ফেরেন। সেখানে মাকে সালাম করে দোয়া নেন প্রথমবারের মত কোন বড় নির্বাচনের ময়দানে আসা এই নেতা। এসময় উপস্থিত সাংবাদিকদের আ জ ম নাছির উদ্দিন তাকে মনোনয়ন দেয়ার বিষয়ে বলেন, নেত্রী (প্রধানমন্ত্রী) বিগত দুই বছর ধরে বিভিন্ন বিষয় বিশ্লেষণ করেছেন। মিডিয়ার রিপোর্ট দেখেছেন। প্রশাসনিক রিপোর্টও তিনি দেখেছেন, বিশ্লেষণ করেছেন। এরপর নেত্রী কেন আমাকে মনোনয়ন দিচ্ছেন সেটা বৈঠকে ব্যাখা দিয়েছেন। আ জ ম নাছির উদ্দিনের মিডিয়া সহকারী উজ্জ্বল দত্ত জানান, প্রথম দিনের কর্মসূচি হিসেবে তিনি প্রথমে শাহ আমানতের মাজার জেয়ারত করবেন। এরপর এম এ আজিজ, জহুর আহমেদ চৌধুরী, এম এ মান্নানসহ প্রয়াত নেতাদের কবর জেয়ারত করবেন। এছাড়া এবিএম মহিউদ্দিন চৌধুরীসহ শীর্ষ নেতাদের বাসায় যাবার পরিকল্পনাও আছে আ জ ম নাছিরের। ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়