Tuesday, March 3

ইরাকে আরো ৩০০ সৈন্য পাঠাবে অস্ট্রেলিয়া


কানাইঘাট নিউজ ডেস্ক: ইরাকে অতিরিক্ত তিনশ’সৈন্য পাঠানোর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুদ্ধে স্থানীয় বাহিনীকে সহায়তার লক্ষে নিউজিল্যান্ডের সঙ্গে যৌথ মিশনে অংশ নিতে মঙ্গলবার সৈন্য পাঠানোর ঘোষণা দিল দেশটি। এর আগে গত সপ্তাহে নিউজিল্যান্ড ইরাকের সামরিক বাহিনীর সক্ষমতা বাড়াতে প্রায় ১৪০ নন-কমব্যাট সৈন্য মোতায়েনের সিদ্ধান্তের কথা জানিয়েছে। প্রধানমন্ত্রী টনি অ্যাবট বলেছেন, ইরাক ও মার্কিন সরকারের আনুষ্ঠানিক অনুরোধের প্রেক্ষিতে এসব সৈন্য পাঠানো হচ্ছে। ইরাকী বাহিনীকে প্রশিক্ষণে সহযোগিতার জন্য সেখানে ইতোমধ্যে অস্ট্রেলিয়ার বিশেষ বাহিনীর ১৭০ সৈন্য মোতায়েন রয়েছে। আগামী মে মাস থেকে বাগদাদের উত্তরাঞ্চলের তাজির সামরিক ঘাঁটিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের এসব সৈন্য মোতায়েন করা হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়