Tuesday, March 17

জেলায় জেলায় বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন


ঢাকা: ১৭ মার্চ জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিন। এ উপলক্ষে মঙ্গলবার দেশের বিভিন্ন জেলায় জেলা প্রশাসন, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচিতে দিবসটি উদযাপন করেছে। প্রতিনিধিদের খবর- ফরিদপুর: জাতিরজনক বঙ্গবন্ধুর ৯৬তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস নানা কর্মসূচির মধ্যে দিয়ে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে শহরের অম্বিকা ময়দানে জাতিরজনকের প্রতিকৃতিতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও ব্যক্তি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয় শহরে। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সরদার সরাফত আলী, এডিসি শিক্ষা ও আইসিটি মনিরুল আলম, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল ফয়েজ শাহনেওয়াজ, আওয়ামী লীগ নেতা মোকাররম মিয়া বাবু, আবুল বাতেনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। রাজবাড়ী: রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, র‌্যালি ও দোয়া-মিলাদ মাহফিল হয়েছে। সকালে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পন করে। কুড়িগ্রাম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, র‌্যালি ও শিশু সমাবেশের মধ্যদিয়ে কুড়িগ্রামে বঙ্গবন্ধুর ৯৬তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। মিরসরাই (চট্টগ্রাম): জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে চট্টগ্রামের মিরসরাইয়ে। দিবসটি উপলক্ষ্যে সকালে উপজেলা প্রশাসন রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করে। রাউজান (চট্টগ্রাম): দক্ষিণ রাউজান কিন্ডার গার্টেন স্কুলের উদ্যোগে নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও কবিতা, আবৃতি ও দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। চুয়েট: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ বর্ণাঢ্য আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানমালার মধ্যে ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, জন্মদিবসের কেক কাটা, জীবন আদর্শের উপর আলোচনা, শিশু-কিশোরদের রচনা প্রতিযোগিতা, শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা, শিশু-কিশোরদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। শেরপুর: শেরপুরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী সদর উপজেলাসহ ঝিনাইগাতী, নালিতাবাড়ী, শ্রীবরদী ও নকলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ , আলোচনা সভা , শিশু সমাবেশ, এতিম ও অসহায় শিশুদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন, মসজিদ, মন্দির ও গীর্জায় দোয়া ও প্রার্থনাসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন এর সভাপত্বিতে এ আলোচনা সভার আয়োজন করা হয়। মির্জাপুর (টাঙ্গাইল): চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, কেক কাটা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট ভবন চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন স্কুল-কলেজে চিত্রাংকন, রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়