আন্তর্জাতিক ডেস্ক, কানাইঘাট নিউজ:
ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মঙ্গলবার মার্কিন কংগ্রেসে ভাষণ দিতে যাচ্ছেন। এর মধ্য দিয়ে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে হোয়াইট হাউসের সঙ্গে বিরোধ আরেক দফা বাড়বে বলে আশংকা করা হচ্ছে।
কংগ্রেসে যুগান্তকারী ভাষণে নেতানিয়াহু প্রেসিডেন্ট বারাক ওবামা সমর্থিত ইরানের সাথে জরুরি পরমাণু চুক্তির বিষয়ে আইনপ্রণেতাদের মনোভাবে পরিবর্তন আনার চেষ্টা করবেন।
নেতানিয়াহুর সহযোগিরা বলছেন, চলতি সপ্তাহে সুইজারল্যান্ডে ইরানের সাথে পরমাণু চুক্তি নিয়ে যেসব আলোচনা চলছে ভাষণে তিনি সেসব তথ্য উপাত্ত উপস্থাপন করে দেখাবেন চুক্তিটি কতোটা ভয়ংকর হতে যাচ্ছে।
এ প্রেক্ষাপটে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নারী মুখপাত্র ম্যারি হার্ফ সতর্ক করে বলেন, চুক্তি সম্পর্কে সর্বশেষ তথ্য সম্পর্কে ইসরাইলকে ওয়াকিবহাল রাখতে আমরা তাদের কাছে অব্যাহতভাবে সার্বিক গোপন তথ্য সরবরাহ করে আসছি। কিন্তু তারা যদি তা প্রকাশ করে দেয় তবে তা হবে বিশ্বাসের সঙ্গে প্রতারণা।
নেতানিয়াহুর ধারণা তথাকথিত পি৫+১ ইরানের সাথে যে পরমাণু চুক্তি করতে যাচ্ছে তাতে তেহরানের ওপর আন্তর্জাতিক অবরোধ শিথিল হবে এবং দেশটি পরমাণু অস্ত্র তৈরিতে সক্ষম হবে।
তবে মার্কিন প্রশাসন বলছে, নেতানিয়াহুর এ ধারণা ঠিক নয়।
হোয়াইট হাউস মুখপাত্র জোশ আর্নেস্ট সোমবার বলেন, প্রেসিডেন্ট বারাক ওবামা স্পষ্ট করেছেন তিনি কোন খারাপ চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছেন না।
হাউস স্পীকার ও রিপাবলিকান জন বোয়েনারের আমন্ত্রণে নেতানিয়াহু ওয়াশিংটন সফরে এসেছেন। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে হোয়াইট হাউস। এদিকে নেতানিয়াহু যখন ওয়াশিংটন সফরে এসেছেন তখন ইরানের সাথে ঐতিহাসিক এক পরমাণু চুক্তিতে পৌঁছানোর লক্ষে সুইজারল্যান্ডে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ব্যস্ত সময় পার করছেন। কেরি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফ একের পর এক বৈঠক করে যাচ্ছেন। বুধবার সন্ধ্যা পর্যন্ত তাদের বৈঠক চলার কথা রয়েছে। তাদের আলোচনার মূল লক্ষ্য অবরোধ কমিয়ে দেয়ার মধ্য দিয়ে ইরানকে পরমাণু কর্মসূচি থেকে ফিরিয়ে আনা। আগামী ৩১ মার্চের মধ্যে চুক্তিতে পৌঁছানোর বাধ্য বাধকতা রয়েছে।
এদিকে নেতানিয়াহু আশ্বস্ত করেছেন তার কর্মকান্ডে ইসরাইল মার্কিন প্রথাগত সম্পর্কে কোন প্রভাব পড়বে না। তিনি বলেন, ইসরাইল- মার্কিন সম্পর্ক শেষ হয়ে গেছে বলে যেসব খবর প্রচারিত হচ্ছে তা ঠিক নয়, ভুল।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়