কানাইঘাট নিউজ ডেস্ক:
চারদিনের সফরে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি গতকাল রবিবার যুক্তরাষ্ট্রে পৌছেঁছেন। আফগানিস্তানে মার্কিন সেনা অবস্থানের মেয়াদ বাড়ানোই ঘানির এবারের সফরের মূল এজেন্ডা বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়।
আগামীকাল মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাত করবেন ঘানি। এছাড়াও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা এষ্টন কার্টর এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরির সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।
প্রেসিডেন্ট আশরাফ ঘানি গত বছরের সেপ্টেম্বরে ক্ষমতা গ্রহন করেন। তিনি একদিকে যেমন তালেবানদের সঙ্গে শান্তি আলোচনা শুরুর পক্ষে, তেমনি মার্কিন সেনা এই মুহূর্তে প্রত্যাহার না করার জন্যে ওবামাকে অনুরোধ জানাবেন।
আফগানিস্তানে প্রায় নয় হাজার ৮০০ মার্কিন সেন্য রয়েছে, যারা আফগান সেনাদের প্রশিক্ষন দেয়। কিন্তু ওবামা প্রশাসন চলতি বছরে দেশটিতে মার্কিন সেনার সংখ্যা কমিয়ে পাঁচ হাজার ৬০০ জনে নিয়ে আসার ঘোষণা দিয়েছে। সেই সঙ্গে আগামী বছরের মধ্যে অবশিষ্ট সৈন্য প্রত্যাহার করা হবে বলেও জানায় মার্কিন প্রশাসন। শুধুমাত্র দেশটিতে মার্কিন দূতাবাসের নিরাপত্তার দায়িত্বে কিছু সৈন্য থাকবে বলে জানা যায়।
আফগানিস্তানে মার্কিন বাহনীর প্রধান জন ক্যাম্পভেল জানান, তিনি সব চেয়ে বেশি উদ্বিগ্ন গ্রীষ্মকাল নিয়ে। কারণ এবারের গ্রীষ্মেই আফগানরা কোন ধরনের মার্কিন সহায়তা ছাড়াই যুদ্ধে লড়বে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়