ঢাকা: বিজয়নগরে পুলিশের সামনে দুইটি প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার বেলা চারটার দিকে এ ঘটনা ঘটে। আগুনে পোড়া প্রাইভেটকার দুইটির নম্বর ঢাকা গ-১৭-৬৭৪৭ ও ঢাকা গ-১৭-৯৮৫৯।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে পূর্ব পাশের একটি গলি থেকে দশ-বারো জনের একটি দল এসে প্রথমে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এরপর তারা গাড়ি দুইটিতে আগুন দেয়। পালিয়ে যাওয়ার সময় তারা পুলিশের টহল গাড়িতে ককটেল নিক্ষেপ করে। এ সময় একজন এক দুর্বৃত্তকে ধরার চেষ্টা করলেও তাকে আঘাত করে সে পালিয়ে যায়। পুলিশ এ সময় বেশ কয়েক রাউন্ড ফাকা গুলিও ছোড়ে। তবে কাউকে আটক করতে পারেনি তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, যে গলি থেকে দুর্বৃত্তরা বের হয়ে এ হামলা চালিয়েছে ওই গলিটি শিবিরের ঘাঁটি হিসেবে পরিচিত। যেখানে রাতের বেলা কড়া পুলিশি প্রহরা থাকলেও, ঘটনার সময় পুলিশ বেশ হালকা মেজাজে ছিল।
প্রত্যক্ষদর্শী সিএনজি আরোহী সবুজ জানান, আমরা ডাক্তার দেখিয়ে পটুয়াখালী ফিরে যাচ্ছিলাম। সিএনজিটি বিজয়নগরে আসার পরে এক গলিতে দশ-পনেরজন এসে ককটেল ফাটায়। এরপর গাড়ি দুইটিতে পেট্রোল ঢেলে আগুন দেয়।
পুড়ে যাওয়া একটি গাড়ির মালিক তরুণ ব্যবসায়ী মইনুল হক চৌধুরী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘লিখে আর কী করবেন? দরকার নেই। গাড়িতে আমার ল্যাপটপ ছিল, যাতে আমার জরুরি অনেক তথ্য ছিল।’
ঘটনা প্রসঙ্গে মতিঝিল জোনের এডিসি ফরিদ উদ্দিন বলেন, ‘এখনো হামলাকারীদের পরিচয় পাওয়া যায়নি। আমরা কাউকে ধরতেও পারিনি।’
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়