Sunday, March 15

সংকটের সমাধান না হলে রাষ্ট্রের স্বকীয়তা হারাবে


ঢাকা: চলমান সংকটের সমাধান না হলে জাতীয় পর্যায়ে মারামারি ছড়িয়ে পড়বে এবং এতে রাষ্ট্রের স্বকীয় অস্তিত্ব বিলীন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রাষ্ট্রবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দীন। রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটি আয়োজিত ‘চলমান পরিস্থিতি: উত্তরণের উপায়’ শীর্ষক এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমাজউদ্দীন বলেন, “প্রধানমন্ত্রী যদি দেশের চলমান সংকট সমাধানের জন্য কোনো ধরনের উদ্যোগ না নেন, তবে খুব শিগগির জাতীয় পর্যায়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। তাতে রাষ্ট্রের অস্তিত্ব বিলীন হতে পারে।” তিনি বলেন, “চলমান সংকট একটি রাজনৈতিক সংকট, এর সমাধান রাজনৈতিকভাবেই হতে হবে। যদি না হয় তবে খুব বেশি দূরে নয়, কাছাকাছি জাতীয় পর্যায়ে মারামারির আভাস দেখছি। পাকিস্তান-ভারতের স্বাধীনতার জন্য যে রকম মারামারি হয়েছিল, সেই রকম একটি পরিস্থিতির সৃষ্টি হয়ে রাষ্ট্রের অস্তিত্ব বিলীন হতে পারে।” প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে সাবেক এই উপাচার্য্ বলেন, “ইতিহাসের দিকে তাকিয়ে দেখুন, মুসোলিনি কীভাবে মারা গেছে। তার মৃত্যুর খবর কেউ জানে না। হিটলারের পরিস্থিতির কথা বিবেচনা করে দেখেন। আপনার আশপাশের লোকগুলোর কথা চিন্তা করে সিদ্ধান্ত নিন। তারা কেউ আপনার পাশে থাকেনি। আগামীতেও থাকবে না।” জাতিসংঘের বিশেষ দূত তারানকোকে অত্যন্ত প্রভাশলী একজন কর্মকর্তা হিসেবে উল্লেখ করে এমাজউদ্দীন বলেন, “তারা (জাতিসংঘ) লোক চিহ্নিত করতে ভুল করেন না। তারানকো যদি বাংলাদেশের জন্য শান্তিরক্ষী বাহিনীর বার্তা নিয়ে আসেন, তবে সেটা আমাদের জন্য ভালো হবে না।” সভায় আরও বক্তব্য দেন বিকল্পধারার সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি ডা. এ কি উএম বদরুদ্দোজা চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়