Monday, March 23

পাকিস্তানে নিষিদ্ধ হল “ওয়ার্ডপ্রেস” পরিষেবা


কানাইঘাট নিউজ ডেস্ক: পাকিস্তানে ইন্টারনেট পরিষেবাদানকারী সংস্থা ওয়ার্ডপ্রেস ডট কম-কে সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির টেলিকমিউনিকেশন অথোরিটি বা পিটিএ। পিটিএ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে ‘ডিসেবল’করার নির্দেশ দিয়েছে বলে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের সূত্রে জানা গেছে। যদিও কেনো ওয়ার্ডপ্রেস বন্ধ করে দেওয়া হয়েছে তা এখনও স্পষ্ট করেনি দেশটি। সাধারণত ব্লগ বা ওয়েবসাইট তৈরি করতে ওয়ার্ডপ্রেস ব্যবহৃত হয়। পাকিস্তানে সাময়িকভাবে ফেসবুক, টুইটার, ফ্লিকার, আইএমডিবি এবং উইকিপিডিয়ার উপর নিয়ন্ত্রণ আরোপের ঘটনা ঘটেছে। ইউটিউবের উপরেও রয়েছে নিয়ন্ত্রণ। এবার ব্লগ বা ওয়েবসাইট তৈরিতে জারি হল সেন্সরশিপ। সে দেশে ওয়ার্ডপ্রেসে তৈরি কোনও ব্লগ খুললেই দেখা যাচ্ছে ‘এরর মেসেজ’।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়