ঢাকা: নানা জল্পনা কল্পনার পর ঘোষণা করা হলো ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনের তফসিল।
ঘোষণা হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের তফসিলও।
আগামী ২৮ এপ্রিল তিন সিটি করপোরেশন নির্বাচন। নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের প্রার্থী অনেকটা চূড়ান্ত করে ফেলেছে। বিএনপি এখনো সিদ্ধান্তহীনতায়।
দলীয়ভাবে এ নির্বাচন না হলেও এ নির্বাচনে দলের একটা বিরাট ভূমিকা থাকে।
এ নিয়ে বিএনপি কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে ফোনে আলাপ হয়েছে ঢাকাটাইমসের। তারা জানিয়েছেন, এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। এ নিয়ে দল ভাবছে।
যদিও তফসিল ঘোষণার আগে দলটির নীতিনির্ধারকরা নির্বাচনে অংশ না নেয়ার কথা জানিয়েছিলেন। তাদের যুক্তি- এই মুহূর্র্তে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে নেতাকর্মীরা ঘরছাড়া। অনেকে গ্রেপ্তার হয়ে কারাগারে। অনেকে আবার গ্রেপ্তারের ভয়ে আত্মগোপনে। এই অবস্থায় বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতে সরকার তাড়াহুড়ো করে এ নির্বাচন দিলো।
দীর্ঘ দিন ধরে খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে অবস্থান নেয়া দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সিটি নির্বাচনে অংশ নেয়া না নেয়া প্রসঙ্গে ঢাকাটাইমসকে বলেন, “এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা আমার জানা নেই।”
ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ঢাকাটাইমসকে বলেন, “তফসিল ঘোষণা হয়েছে আমরা দেখেছি। কিন্তু এখনো এ ব্যাপারে আমাদের কোনো সিদ্ধান্ত নেই। পরে দেখা যাবে।”
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তফসিলের কথা শুনলেও এ ব্যাপারে এখনো কিছু বলেননি।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর বিএনপির একজন শীর্ষ নেতা ঢাকাটাইমসকে বলেন, “আমরা নির্বাচনমুখী দল। কিন্তু বর্তমান অবস্থায় নির্বাচনে যাওয়ার কোনো সিদ্ধান্ত হলে তা হবে আত্মঘাতী।”
এ ব্যাপারে কেন্দ্র থেকে কিছু জানানো হয়নি বলেও তিনি জানান।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়